shono
Advertisement
3 Super Over

প্রথমবার একই ম্যাচে তিন সুপার ওভার, ভাইরাল রুদ্ধশ্বাস ম্যাচের ভিডিও

২০১৯ বিশ্বকাপের আগে নিয়ম ছিল সুপার ওভার টাই হলে বাউন্ডারি কাউন্টের মাধ্যমে জয়ী ঘোষণা হবে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:11 PM Jun 17, 2025Updated: 02:19 PM Jun 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার-দুবার নয়। ম্যাচের ফয়সালা করতে তিনবার খেলা হল সুপার ওভার! এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল নেদারল্যান্ডস বনাম নেপাল ম্যাচ। ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন কোনও ম্যাচ হল, যার ফলাফল নির্ধারিত হয়েছে তিনবার সুপার ওভার (3 Super Overs) খেলার পর। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে জয়ী নেদারল্যান্ডস।

Advertisement

স্কটল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে নেপাল এবং নেদারল্যান্ডস (Ned vs Nep)। সোমবার গ্লাসগোতে টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করে নির্ধারি কুড়ি ওভারে ১৫২ রান তোলে নেদারল্যান্ডস। রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে গিয়েছিল নেপাল। আট উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল তারা। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান তুলতে হত তাদের। কিন্তু নেপালের নায়ক হয়ে ওঠেন টেলএন্ডার নন্দন যাদব। শেষ ওভারে নন্দনের জোড়া বাউন্ডারি-সহ মোট ১৫ রান তোলে নেপাল। টাই হয়ে যায় ম্যাচ।

তবে ম্যাচের টানটান উত্তজনা শুরু হয় তারপর। প্রথম সুপার ওভারে ব্যাট করতে নামে নেপাল। মারকুটে মেজাজে ব্যাট করে ১৯ রান তুলে ফেলেন ওপেনার কুশান ভুর্তেল। কিন্তু রান তাড়া করতে নেমে সেই ১৯ রানেই থেমে যায় ডাচদের ইনিংস। ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ১৮ রান তোলে নেদারল্যান্ডস। কিন্তু সেই টার্গেট তাড়া করতে নেমেও ১৮তেই আটকে যায় নেপাল।

ফলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার এক ম্যাচে তিনটি সুপার ওভারের (3 Super Overs) সাক্ষী হয় গোটা বিশ্ব। কিন্তু প্রথম দুই সুপার ওভারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একেবারে ভেঙে পড়ে নেপাল। কোনও রান না তুলেই আউট হয়ে যান দলের দুই ব্যাটার। ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান ডাচ ব্যাটার মিখায়েল লেভিট। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ম্যাচ জেতে নেদারল্যান্ডস। ভাইরাল হয়েছে এই ম্যাচের ভিডিও। 

উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের আগে নিয়ম ছিল সুপার ওভার টাই হলে বাউন্ডারি কাউন্টের মাধ্যমে জয়ী ঘোষণা হবে। কিন্তু প্রবল বিতর্কের পরে পালটে যায় সেই নিয়ম। বর্তমান নিয়ম অনুযায়ী, যতক্ষণ না ব্যাটে-বলের লড়াইয়ে কেউ জিতছে ততক্ষণ জয়ী নির্ধারণ করা যাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কটল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে নেপাল এবং নেদারল্যান্ডস। সোমবার গ্লাসগোতে টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল দুই দল।
  • প্রথম সুপার ওভারে ব্যাট করতে নামে নেপাল। মারকুটে মেজাজে ব্যাট করে ১৯ রান তুলে ফেলেন ওপেনার কুশান ভুর্তেল।
  • প্রথম দুই সুপার ওভারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একেবারে ভেঙে পড়ে নেপাল। কোনও রান না তুলেই আউট হয়ে যান দলের দুই ব্যাটার।
Advertisement