সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তার মধ্যে পহেলগাঁও জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। কিন্তু ইংল্যান্ডে ক্রিকেট মাঠে দেখা গেল অন্য দৃশ্য। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন ভারতের 'অবাধ্য' ক্রিকেটার। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।
তিনি ঈশান কিষাণ। কাউন্টি ক্রিকেট খেলতে তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে। সেখানে নটিংহ্যামশায়ারে তাঁর সতীর্থ পাকিস্তানের মহম্মদ আব্বাস। ইয়র্কশায়ারের বিরুদ্ধে ম্যাচে বল করছিলেন আব্বাস। অ্যাডাম লিথের ব্যাট ছুঁয়ে চলে যায় ঈশানের দস্তানায়। উইকেট পাওয়ার আনন্দে দুজনেই ছুটে আসেন। একে-অপরকে জড়িয়ে ধরে সেলিব্রেশনেও মেতে ওঠেন ঈশান ও আব্বাস। ৩৫ বছর বয়সি পাক ক্রিকেটার রীতিমতো ঈশানের মাথায় হাত বুলিয়ে দেন।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। একদিকে যেমন অনেকে মনে করছেন, খেলার মাঠের বিষয়টির মধ্যে রাজনীতি আনা উচিত নয়। কিন্তু বিপক্ষে ঈশানকে 'বয়কটে'র ডাক দিচ্ছেন নেটিজেনরা। এমনকী অনেকে 'দেশদ্রোহী' বলেও দেগে দিচ্ছেন ভারতীয় উইকেটকিপারকে।
দু’টি ম্যাচ খেলার জন্য নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ঈশান। ক্লাবের তরফে জানানো হয়েছে, ইয়র্কশায়ার এবং সমারসেটের বিরুদ্ধে খেলবেন ঈশান। তিনি এমন একটা সময় ইংল্যান্ডে খেলছেন, যখন ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট সিরিজ খেলছে। ওই টেস্ট দলে আবার ঈশানেরই প্রাক্তন সতীর্থ তথা বন্ধুরা। ঈশানের অভিন্ন হৃদয় বন্ধু শুভমান গিল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। সেখানে তিনি প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছেন। তবে নটিংহ্যামের হয়ে ৯৮ বলে ৮৭ রানের ইনিংসও খেলেছেন 'অবাধ্য' ক্রিকেটার।
