shono
Advertisement
KL Rahul

'আমি ভিজলে আমিই ভিজি, তুমি ভিজলে...', ব্যাট নিয়ে রাহুলের ভূমিকায় আপ্লুত নেটিজেনরা

এমনই আবেগঘন দৃশ্যের জন্ম হল হেডিংলিতে।
Published By: Prasenjit DuttaPosted: 08:59 AM Jun 23, 2025Updated: 08:59 AM Jun 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ইনিংসে ভারতের রান তখন ২ উইকেটে ৯০। হেডিংলিতে বৃষ্টি নামে। তৃতীয় দিনের মতো খেলার সাঙ্গ সেখানেই। ক্রিকেটাররা একে একে মাঠ ছাড়ছিলেন। তবে চোখ আটকে গেল কেএল রাহুলের দিকে। ৪৭ রানে অপরাজিত থেকে তিনিও তখন সাজঘরের পথে, বৃষ্টিতে সেরা 'অস্ত্র'কে জামার ভিতর লুকিয়ে রেখে।

Advertisement

হ্যাঁ ঠিকই শুনছেন। এমনই আবেগঘন দৃশ্যের জন্ম হল হেডিংলিতে। কিন্তু রাহুল এমন কেন করলেন? ক্রিকেট মাঠে সাধের ব্যাটকে নিয়ে আবেগের নানান বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। কেউ তাঁর সেরা অস্ত্রকে আলতো চুমুতে সিক্ত করেন। কেউ বা সেঞ্চুরির পর গ্যালারির দিকে তা উঁচিয়ে ধরে। কেউ ব্যাটের এক কোণে লিখে রাখেন প্রিয় কোনও শব্দ। কিন্তু রাহুলের কাছে সেই ব্যাট প্রিয় বন্ধুর মতো। তাকে অবহেলা? নৈব নৈব চ।

কারণ হয়তো সেটাই। এখানে রাহুলের অনুভূতিপ্রবণ মনটাই স্পষ্ট ফুটে ওঠে। সেই আবেগ থেকেই জার্সির ভিতর ঢুকিয়ে ফেলেন ব্যাট। যেন 'আমি ভিজলে আমিই ভিজি, তুমি ভিজলে গোটা শহরটাই ভেজে'র মতো ব্যাপার। লেখকের কলম আর ব্যাটারের কাছে ব্যাট এভাবেই যেন মিলে যায়। প্রিয় ব্যাটের প্রতি নীরব সম্মান প্রকাশের এমন দৃশ্যের জন্ম দিয়ে যেন নতুন কবিতা লিখলেন রাহুল। তাঁর এই ভূমিকায় মুগ্ধ নেটিজেনরা। একজন লেখেন, 'রাহুল তাঁর ব্যাটকে এমনভাবে রক্ষা করছেন, যেন সেটা তাঁর শরীরেরই অংশ।' আর-এক নেট নাগরিকের কথায়, 'রাহুলের নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণা দেয়! এই ছোট ছোট বিষয়গুলোই তাঁকে আলাদা করে তোলে।'

তবে, এমন নয় যে এমন ঘটনা প্রথমবার ঘটালেন রাহুল। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতেও এমন ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্রিসবেনের তৃতীয় টেস্টে বৃষ্টিতে ব্যাট শুকিয়ে রাখার জন্য ঠিক একইভাবে ড্রেসিংরুমে ফিরতে দেখা গিয়েছিল ৩৩ বছর বয়সি এই ক্রিকেটারকে। লিডসে আবারও ফিরে এল তেমনই মুহূর্ত। এখন সকলের নজর চতুর্থ দিনে। রাহুল কি পারবেন ইংল্যান্ডে তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকাতে? সেটা হলে ইংল্যান্ডে ওপেনার হিসেবে সর্বাধিক শতরানের মালিক হবেন তিনি। এক্ষেত্রে তিনি পিছনে ফেলবেন বেন ডাকেট, জ্যাক ক্রাউলি এবং ররি বার্নসকে। প্রত্যেকেরই ইংল্যান্ডে রয়েছে দু'টি করে সেঞ্চুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোখ আটকে গেল কেএল রাহুলের দিকে।
  • ৪৭ রানে অপরাজিত থেকে তিনিও তখন সাজঘরের পথে, বৃষ্টিতে সেরা 'অস্ত্র'কে জামার ভিতর লুকিয়ে রেখে।
  • ক্রিকেট মাঠে সাধের ব্যাটকে নিয়ে আবেগের নানান বহিঃপ্রকাশ দেখা গিয়েছে।
Advertisement