shono
Advertisement
New Zealand

নেই মহাতারকা, টিমের সংস্কৃতিতে ভর করেই সাফল্য নিউজিল্যান্ডের

গত ছয়-সাত বছরে আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল নিউজিল্যান্ড।
Published By: Anwesha AdhikaryPosted: 11:36 AM Mar 02, 2025Updated: 11:36 AM Mar 02, 2025

আলাপন সাহা, দুবাই: গত ছয়-সাত বছরে আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক টিমের কথা যদি বলতে হয়, তাহলে সবার আগে নিউজিল্যান্ডের নাম আসবে। ২০১৯ বিশ্বকাপের রানার্স। দু'বছর আগে ভারতে সেমিফাইনাল খেলেছে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। টিমটার মধ্যে সে অর্থে তারকা নেই। বড় নাম বলতে শুধু কেন উইলিয়ামসন।

Advertisement

তবু টিমটা গত কয়েক বছর অসম্ভব ধারাবাহিক। ভারতে গিয়ে টেস্ট সিরিজ শুধু জেতেনি, ভারতকে হোয়াইটওয়াশ করছে। হোয়াইটওয়াশ ছেড়েই দিন, গত এক দশকে ভারত থেকে কোনও টিম টেস্ট সিরিজ না হেরে ফেরেনি! নিউজিল্যান্ড টিমের এহেন সাফল্যের নেপথ্যে কী কারণ রয়েছে? জানা গেল, টিমের সংস্কৃতিই পুরো দলটাকে বদলে দিয়েছে। টিমের একে অপরের উপর অগাধ বিশ্বাস। প্রত্যেকে প্রত্যেকের সাফল্য উপভোগ করেন, একসঙ্গে।

গ্লেন ফিলিপস যেমন বলছিলেন, "আমাদের ধারাবাহিকতা দেখানোর পিছনে একটাই কারণ, দলের সংস্কৃতি। সবাই সবাইকে প্রচণ্ড বিশ্বাস করি। একে অপরের উপর আস্থা রয়েছে আমাদের। একইসঙ্গে পরিশ্রমের কথাও বলব। সবাই নিজেদের মতো করে তৈরি হয়। প্রস্তুতিতে কখনও খামতি থাকে না।” সঙ্গে জুড়লেন, "মাঠ, মাঠের বাইরে টিমের সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো। সেটাই আমাদের ড্রেসিংরুমে দুর্দান্ত একটা আবহ তৈরি করেছে। দেখুন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখনও আপনি জিতবেন, কখনও আপনি হারবেন। কিন্তু আমাদের মধ্যে বিশ্বাসটা অটুট থাকে। সেটাই আমাদের ধারাবাহিক করেছে।"

আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের রেকর্ড বরাবরই ভালো। টেস্ট সিরিজের প্রসঙ্গও উঠল। আর ভারতের বিরুদ্ধে ফিলিপসের রেকর্ডও বেশ ভালো। কিউয়ি অলরাউন্ডার বলে দিলেন, সেটা অবশ্যই তাঁকে আত্মবিশ্বাস দেবে। তবে ভারতীয় দল অসম্ভব শক্তিশালী। ফিলিপস বলেন, "ভারতীয় দল প্রচণ্ড শক্তিশালী। তবে আমরাও ভালো ফর্মে রয়েছি। টিমের প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। টিমের সবাই একেবারে প্রস্তুত। ভারতের বিরুদ্ধে ম্যাচটা জিতে সেমিফাইনালের আগে মোমেন্টাম ধরে রাখতে হবে আমাদের। সেই লক্ষ্য নিয়েই নামব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত এক দশকে ভারত থেকে কোনও টিম টেস্ট সিরিজ না হেরে ফেরেনি!
  • আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের রেকর্ড বরাবরই ভালো।
  • ভারতের বিরুদ্ধে ফিলিপসের রেকর্ডও বেশ ভালো।
Advertisement