shono
Advertisement
Andhra Pradesh Cricket

আচমকা মাঠে তন্ত্রমন্ত্রের সাধনা! ছড়িয়ে ছিটিয়ে ডিম-লেবু, ভয়ে পালালেন ক্রিকেটাররা

কেন এই আয়োজন?
Published By: Arpan DasPosted: 04:30 PM Jun 28, 2025Updated: 04:33 PM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার ময়দানে কুসংস্কারের ঘটনা নতুন কিছু নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক খেলাধুলোর ক্ষেত্রেই নিয়মিত তন্ত্রমন্ত্রের সাধনা চলার ঘটনা শোনা যায়। প্রতিপক্ষ যাতে দাপট না দেখাতে পারে, তার জন্য বহু নিয়মনীতি পালন করা হয়। কিন্তু গোটা ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করতে তন্ত্রমন্ত্রের সাধনা? সেরকম ঘটনাই ঘটল অন্ধ্রপ্রদেশে।

Advertisement

শুক্রবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে চলছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট। তাও একেবারে সত্য সাই জেলার নাল্লা চেরুভু মণ্ডলের হেড কোয়ার্টারের মাঠে। কিন্তু আচমকাই সেই টুর্নামেন্ট বন্ধ করে দিতে হয়। কেন? কারণ শুক্রবার ম্যাচ খেলতে এসে ক্রিকেটাররা যা দেখলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ! 'প্রাণের ভয়ে' মাঠ ছেড়েই পালালেন তাঁরা।

ঠিক কী দেখেছিলেন তাঁরা? মাঠের এখানে ওখানে ছড়িয়ে আছে লেবু, ডিম। আর রয়েছে 'কালো জাদু' করার জন্য বিভিন্ন নকশা। তাতেই ভয় পেয়ে যান ক্রিকেটাররা। খেলতে না চেয়ে মাঠ ছাড়েন তাঁরা। এর আগে চারদিন ধরে টুর্নামেন্ট চলেছে। আচমকা এই ঘটনা দেখে চিন্তায় পড়ে যান আয়োজকরা। বেশ কয়েক ঘণ্টা টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়।

পরে অবশ্য বিষয়টি নিয়ে তদন্ত চালায় কর্তৃপক্ষ। ক্রমে বোঝা যায়, টুর্নামেন্ট বন্ধ করার জন্যই এই কাজটি করা হয়েছে। সেই 'তান্ত্রিক' ধরাও পড়েন। মজার বিষয় হচ্ছে, কিছুদিন আগে নাল্লা চেরুভুর একটি মোবাইলের দোকানেও একই কাণ্ড করেছিলেন সেই ব্যক্তি। যদিও তিনি কেন একই কাণ্ড বারবার ঘটিয়ে চলছেন, তা জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খেলার ময়দানে কুসংস্কারের ঘটনা নতুন কিছু নয়।
  • বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক খেলাধুলোর ক্ষেত্রেই নিয়মিত তন্ত্রমন্ত্রের সাধনা চলার ঘটনা শোনা যায়।
  • প্রতিপক্ষ যাতে দাপট না দেখাতে পারে, তার জন্য বহু নিয়মনীতি পালন করা হয়।
Advertisement