সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুকিয়ে লুকিয়ে পাক অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করেছেন ভারত অধিনায়ক! বিস্ফোরক অভিযোগ আনলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। তাঁর দাবি, ক্যামেরার সামনে সূর্যকুমার যাদব একরকম আচরণ করেন, আর ক্যামেরার আড়ালে অন্যরকম। গোপনে দু'বার সূর্য তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন, এমনটাই দাবি পাক অধিনায়কের।
গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচের পর থেকেই হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর পহেলগাঁও হামলার পর প্রথমবার পুরুষদের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হাঁটেন সূর্যকুমার। সেদিন টস করতে নেমে পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। সেই আচরণ ঘিরে পরবর্তী এক সপ্তাহ ধরে উত্তাল হয় ক্রিকেটমহল। প্রত্যেকদিন একের পর এক নাটক চলতে থাকে এশিয়া কাপকে ঘিরে। যাবতীয় বিতর্কের মাঝেও নিজের অবস্থান থেকে একচুল নড়েননি ভারত অধিনায়ক। সুপার ফোরের ম্যাচেও সেই অবস্থানেই অনড় থেকেছে তাঁর দল। ফাইনালেও সলমনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি সূর্যকে।
হ্যান্ডশেক বিতর্কের জেরে আইসিসির কাছে ক্রিকেটারদের নামে অভিযোগও দায়ের করেছে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপ শেষ হয়ে গেলেও হ্যান্ডশেক বিতর্কের মীমাংসা হয়নি। এহেন পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য পাক অধিনায়কের। তিনি সাফ বলেন, "টুর্নামেন্টের শুরুতে আমার সঙ্গে গোপনে হাত মিলিয়েছে সূর্য-একবার সাংবাদিক সম্মেলনের আগে, আরেবার রেফারির সঙ্গে বৈঠকের আগে। আমি নিশ্চিত সূর্য আমার সঙ্গে হাত মেলাতে আগ্রহী ছিল। কিন্তু ওকে হ্যান্ডশেক না করার নির্দেশ দেওয়া হয়েছিল।"
সলমনের কথায়, ট্রফি না নিয়ে, হ্যান্ডশেক না করে আসলে ক্রিকেটকেই অপমান করেছে ভারতীয় দল। তবে হাত মেলানো নিয়ে পাক অধিনায়কের এহেন মন্তব্যে সূর্যকুমারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, এশিয়া কাপ শুরুর আগে পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গে অবশ্য হাত মিলিয়েছিলেন সূর্য।
