shono
Advertisement
Abdul Qadir

পরিচারিকাকে ধর্ষণ! পুলিশের জালে কিংবদন্তি পাক স্পিনারের ছেলে

কিংবদন্তি ক্রিকেটারের ছেলে সুলেমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন বাড়ির পরিচারিকা। তাঁর অভিযোগের ভিত্তিতেই 'গুণধর' ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
Published By: Prasenjit DuttaPosted: 05:26 PM Jan 25, 2026Updated: 05:26 PM Jan 25, 2026

মুখ পুড়ল পাকিস্তানের প্রয়াত প্রাক্তন লেগস্পিনার আবদুল কাদিরের পরিবারের। কিংবদন্তি ক্রিকেটারের ছেলে সুলেমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন বাড়ির পরিচারিকা। তাঁর অভিযোগের ভিত্তিতেই 'গুণধর' ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লাহোরের বারকি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সুলেমানের কাদিরের বিরুদ্ধে মামলা দায়ের করে লাহোর পুলিশ। কিংবদন্তি লেগস্পিনারের চার ছেলে। তাঁদেরই একজন সুলেমান। ওই পরিচারিকা তাঁর বাড়িতে কাজ করতেন। তাঁর অভিযোগ, জোর করে ফার্মহাউসে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন সুলেমান। অভিযোগের পর জিজ্ঞাসাবাদের জন্য সুলেমানকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহকর্মীকে ইতিমধ্যেই মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার উপর তদন্তের গতিপ্রকৃতি নির্ভর করছে। দায়ের করা এফআইআরের প্রতিলিপি অনুযায়ী, ঘটনাটি ঘটে চলতি বছর ২৩ জানুয়ারি। পুলিশের কাছে জবানবন্দিতে ওই পরিচারিকা জানিয়েছেন, ঘরদোর সাফাইয়ের অজুহাতে তাঁকে ডেকেছিলেন সুলেমান। ঘটনার দিন সকাল ১০টা নাগাদ তিনি গ্রিন সিটি গেটে পৌঁছতেই সুলেমান তাঁকে গাড়িতে করে তাঁর ফার্মহাউসে নিয়ে যান। তাঁর দু'নম্বর ফার্মহাউস আবদুল কাদির ক্রিকেট অ্যাকাডেমির কাছে অবস্থিত।

উল্লেখ্য, সুলেমানের বাবা আবদুল কাদির পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছেন। ’৮০-র দশকে লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রয়াত হন তিনি। তাঁর ছেলে ৪১ বছর বয়সি সুলেমান কাদির নিজেও পেশাদার ক্রিকেটার ছিলেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement