shono
Advertisement
Champions Trophy

হারের গন্ধ পেয়েই দলবদল! পাকিস্তানের বদলে ভারতের জার্সি পরলেন বাবরদের ভক্ত, ভাইরাল ভিডিও

গ্যালারি থেকে ভারতের হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছে ওই পাক সমর্থককে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:58 AM Feb 24, 2025Updated: 11:10 AM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে দলবদল যেন জলভাত। নিজের দল ছেড়ে সটান শত্রু শিবিরে গিয়ে নাম লিখিয়েছেন, এমন নেতাদের সংখ্যা কম নয়। কিন্তু খেলার মাঠেও দলবদল? ম্যাচ চলাকালীনই প্রিয় দলের জার্সি বদলে চিরপ্রতিদ্বন্দ্বীর জার্সি গায়ে চাপানো? এমনটা মোটেও দেখা যায় না। সেই দুর্লভ দৃশ্য দেখা গেল দুবাই স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ চলাকালীন।

Advertisement

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানে কেবল মাঠের লড়াই নয়, দুই দেশের সমর্থকদের মধ্যেও যুদ্ধ। গোটা স্টেডিয়ামজুড়ে প্রতিযোগিতা চলে, কাদের সমর্থকরা বেশি উৎসাহ যোগাতে পারছেন দলকে। ভারত-পাক দ্বৈরথের মতো হাইভোল্টেজ ম্যাচে অন্য মাত্রা জোগায় সমর্থককুল বা 'টুয়েলফথ ম্যান'। শেষ বল পর্যন্ত নিজের দলের হয়ে গলা ফাটাতে থাকেন তাঁরা।

কিন্তু মনপ্রাণ দিয়ে সমর্থনের এই ছবিটা পালটে গেল রবিবারের দুবাইয়ে। বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের দাপুটে ব্যাটিংয়ে তখন ভারতের জয় প্রায় নিশ্চিত। কাঁধ ঝুলে গিয়েছে পাকিস্তানের। সেই সময় দলকে চাঙ্গা করা তো দূর, পাকিস্তানের জার্সিই বদলে ফেললেন এক ভক্ত! ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হতাশ মুখে বসে রয়েছেন পাকিস্তানের এক সমর্থক। হঠাৎই গায়ে চাপিয়ে নিলেন ভারতের জার্সি। সেখানেই শেষ নয়, ভারতের হয়ে গলা ফাটাতেও শুরু করলেন। ক্যামেরায় ধরা পড়তেই অবশ্য সলজ্জ হাসি ওই পাক ভক্তের মুখে।

উল্লেখ্য, ভারত-পাক ম্যাচে দীর্ঘদিন ধরেই মেন ইন ব্লুর দাপট রয়েছে। অন্যদিকে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে পাক ক্রিকেট। মাঠে পাক ব্রিগেডের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরে পাক বোর্ডের কার্যকলাপ-সমস্ত কিছু নিয়েই ধেয়ে এসেছে সমালোচনা আর কটাক্ষের ঝড়। এসব কারণেই কি পাক ভক্তরা দলবদল করে ফেলছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানে কেবল মাঠের লড়াই নয়, দুই দেশের সমর্থকদের মধ্যেও যুদ্ধ।
  • সময় দলকে চাঙ্গা করা তো দূর, পাকিস্তানের জার্সিই বদলে ফেললেন এক ভক্ত!
  • ভারত-পাক ম্যাচে দীর্ঘদিন ধরেই মেন ইন ব্লুর দাপট রয়েছে। অন্যদিকে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে পাক ক্রিকেট।
Advertisement