shono
Advertisement
IPL 2025

দেশে প্রত্যাবর্তন রোহিতদের, আইপিএলের আগে এক সপ্তাহের বিশ্রামে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা

কবে শুরু হচ্ছে কেকেআরের শিবির?
Published By: Arpan DasPosted: 10:13 AM Mar 12, 2025Updated: 10:13 AM Mar 12, 2025

স্টাফ রিপোর্টার: বিগত ন'মাসে দু'খানা আইসিসি ট্রফি। প্রথমটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বিশ্বজয় করে ক্রিকেটাররা দেশে ফেরার সময় যে পাগলপারা উৎসব প্রবাহ দেখা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেটা দেখা গেল না।

Advertisement

সোমবার রাতে মুম্বই বিমানবন্দরে রোহিত শর্মা নামার পর কিছুটা উচ্ছ্বাস তবু দেখা গিয়েছিল। ভারত অধিনায়ক সপরিবারে এয়ারপোর্ট ছেড়ে বেরনোর সময় অনুরাগীরা তাঁর ছবি, ভিডিও দেদার তুলতে থাকেন। সস্ত্রীক বিরাট কোহলি চ্যাম্পিয়ন হওয়ার দিনই গভীর রাতে দুবাই ছেড়ে বেরিয়ে গিয়েছেন। শুভমান গিল ফেরেন মঙ্গলবার। কোচ গৌতম গম্ভীর এবং তরুণ পেসার হর্ষিত রানাও নয়াদিল্লি নামেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বার্বেডোজ থেকে বিশেষ ফ্লাইট করে দেশে উড়িয়ে আনা হয়েছিল সমগ্র টিমকে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফিরে এসে দেখা করেছিলেন রোহিত শর্মারা। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল পুরো টিমকে। কিন্তু এবার নীরবেই দেশে ক্রিকেট মহানায়কদের প্রত্যাবর্তন ঘটে গেল। বোর্ড সংবর্ধনার কোনও খবরও আপাতত নেই।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে আইপিএলের দামামা বেজে গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। প্রথম ম্যাচ ইডেনে। যে ম্যাচে নামছে কেকেআর এবং রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমস্ত ফ্র্যাঞ্চাইজির শিবিরও পুরোদমে শুরু হয়ে গিয়েছে। বুধবার থেকে শহরে কেকেআরের শিবির বসছে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, অধিনায়ক অজিঙ্ক রাহানে, কুইন্টন ডি'কক, আনরিখ নখিয়ারা ইতিমধ্যে চলে এসেছেন শহরে। নখিয়া পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি। কিন্তু কেকেআর শিবির থেকে বলা হল, দক্ষিণ আফ্রিকা পেসার এখন ফিট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফেরা ভারতীয় ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে এক সপ্তাহের। তাঁরা আগামী সপ্তাহ থেকে যে যার আইপিএল টিমে যোগ দেবেন। কেকেআরের দুই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা শহরে আসছেন ১৭ মার্চ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিগত ন'মাসে দু'খানা আইসিসি ট্রফি। প্রথমটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি।
  • তবে বিশ্বজয় করে ক্রিকেটাররা দেশে ফেরার সময় যে পাগলপারা উৎসব প্রবাহ দেখা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেটা দেখা গেল না।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে আইপিএলের দামামা বেজে গিয়েছে।
Advertisement