shono
Advertisement

Breaking News

Prithvi Shaw

ক্রিকেট ছাড়তে চলেছেন পৃথ্বী শ? ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে জল্পনা

গত কয়েক বছর পৃথ্বীর ক্রিকেটীয় জীবনের চেয়েও বেশি চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন।
Published By: Prasenjit DuttaPosted: 06:56 PM May 15, 2025Updated: 07:05 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে কি একেবারেই মন নেই পৃথ্বী শ'র? গত বছর ডিসেম্বরে তাঁকে শেষবার দেখা গিয়েছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এদিকে, শনিবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে অদ্ভুত এক রহস্যজনক পোস্ট করে বসলেন তিনি। সেখানে কী লিখলেন ২৫ বছরের এই ক্রিকেটার?

Advertisement

চলতি আইপিএলের মেগা নিলামে অবিক্রীত ছিলেন পৃথ্বী। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। সেই তিনি ইনস্টাগ্রামে স্টোরিতে লেখেন, 'আমার একটা বিরতি দরকার।' কেন তিনি এমন পোস্ট করলেন, তা অবশ্য জানা যায়নি।

গত কয়েক বছর পৃথ্বীর ক্রিকেটীয় জীবনের চেয়েও বেশি চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। একটা সময় শচীনের সঙ্গে তুলনা করা হত তাঁর। কিন্তু সেই সব সুখের দিন পেরিয়ে তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে। জাতীয় দলে তো সুযোগ মেলেই না। আইএলএলেও দল পান না। অথচ দিল্লি ক্যাপিটালসের হয়ে ৭৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৮৯২ রান। স্ট্রাইক রেট ১৪৭.৪৬। তা সত্ত্বেও সুযোগ মেলেনি। এমনকী ঘরোয়া ক্রিকেটেও নানান টালবাহানার সাক্ষী তিনি। ক্রিকেট মহল মনে করে, এর জন্য দায়ী তাঁর অনিয়ন্ত্রিত জীবনই।

তবে আইপিএলের দ্বিতীয় দফা শুরুর ঠিক আগে পৃথ্বীর এই ধরনের পোস্টের তাৎপর্য কী, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ক্রিকেট থেকে দূরে সরে যেতে চাইছেন তিনি? অনেকে আবার বলছে, আইপিএলে সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সেই কারণেই এই ধরনের পোস্ট করেছেন পৃথ্বী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে শেষবার দেখা গিয়েছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে, গত বছর ডিসেম্বরে।
  • এদিকে, শনিবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে অদ্ভুত এক রহস্যজনক পোস্ট করে বসলেন তিনি।
  • সেখানে কী লিখলেন ২৫ বছরের এই ক্রিকেটার?
Advertisement