shono
Advertisement
KKR-RCB

শহরে বৃষ্টির ভ্রূকুটি, বাতিল হবে উদ্বোধনী অনুষ্ঠান! ইডেনে শেষ ক'টায় শুরু হতে পারে ম্যাচ?

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার।
Published By: Sulaya SinghaPosted: 10:31 AM Mar 22, 2025Updated: 10:31 AM Mar 22, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ক্রিকেটের নন্দনকাননে আজ আইপিএল পুজোর ঢাকে কাঠি। শনিবাসরীয় সন্ধ্যায় যেন সব পথ আবারও এসে মিশতে চলেছে গঙ্গাপারের প্রিয় স্টেডিয়ামে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, কিং খানের সঞ্চালনা, অজিঙ্ক রাহানের নেতৃত্বে নতুন কেকেআরের পারফরম্যান্স, বিরাট কোহলির মারকাটারি ব্যাটিং দেখার অপেক্ষায় শহরবাসী। কিন্তু এসবের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টির পূর্বাভাস। ম্যাচ কি শেষমেশ ভেস্তেই যাবে? দীর্ঘদিন ধরে লড়াই করে পাওয়া ম্যাচের টিকিট কি জলে যাবে! এসব প্রশ্নই আপাতত ঘুম কেড়েছে দর্শকদের।

Advertisement

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে, বিকেলে আবার ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ মেগা টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা। এদিন সন্ধে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। যেখানে পারফর্ম করবেন অভিনেত্রী দিশা পাটানি, গানে মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল এবং করণ। আর সঞ্চালনার দায়িত্বে খোদ শাহরুখ খান। সেই শো শেষ হলে সাড়ে ৭টায় বল গড়াবে মাঠে। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দাঁড়ানো হবে ঘণ্টা দেড়েক। তার বেশি নয়। কারণ রাত আটটা চল্লিশে খেলা শুরু করা গেলে পূর্ণ কুড়ি-কুড়ি চল্লিশ ওভারের ম্যাচ হওয়া সম্ভব। কিন্তু একবার সে সময় পেরিয়ে গেলে ওভার কাটা শুরু হয়ে যাবে। দল পিছু পাঁচ ওভারের খেলা করাতে হলে রাত ১০.৫৬-তে শুরু করানো জরুরি।

তবে বৃষ্টি হলেও পুরোপুরি ম্যাচ যে ভেস্তে যাবে না, সে বিষয়ে আশাবাদী মাঠকর্মীরাও। আত্মবিশ্বাসের সঙ্গেই তাঁরা বলে দিচ্ছেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করিয়ে দিতে পারবেন। চারটে সুপারসপার যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নেমে পড়তে প্রস্তুত। সাম্প্রতিক অতীতেও মাঠ শুকনো করে দ্রুত ম্যাচ শুরু করার নজির রয়েছে ইডেনে। এবারও তৈরি স্টেডিয়াম।

আজ পর্যন্ত আইপিএলে ৩৪ বারের সাক্ষাতে কেকেআর জিতেছে ২০ বার। আরসিবির সেই কুড়ি পরাজয়ে কলঙ্কের ৪৯ অলআউটও রয়েছে। তাও আবার এই ইডেনেই। বৃষ্টির ভ্রূকুটি পেরিয়ে আজ ম্যাচের মোড় কোন দিক ঘোরে, তারই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার।
  • হাওয়া অফিস জানিয়েছে, বিকেলে আবার ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
  • অর্থাৎ মেগা টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা। এদিন সন্ধে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা।
Advertisement