shono
Advertisement
MS Dhoni

আইসিসির হল অফ ফেমে স্থান পেতেই ধোনিকে 'পকেটমারে'র সঙ্গে তুলনা শাস্ত্রীর, কিন্তু কেন?

১১তম ভারতীয় হিসেবে আইসিসি'র হল অফ ফেমে স্থান পেয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।
Published By: Arpan DasPosted: 04:51 PM Jun 10, 2025Updated: 05:22 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য আইসিসি'র হল অফ ফেমে জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ১১তম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন বিশ্বজয়ী অধিনায়ক। আর তারপরই মাহিকে 'পকেটমারে'র সঙ্গে তুলনা করলেন শাস্ত্রী। বলা ভালো, 'পকেটমারের হাতের থেকেও দ্রুতগতির' বলে মজা র ছলে প্রশংসা করলেন ভারতের প্রাক্তন কোচ। কিন্তু কেন?

Advertisement

সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে আইসিসি-র ‘হল অফ ফেম’-এ স্থান পেয়েছেন ধোনি। কেবল বিশ্বজয়ী ভারত অধিনায়ক নন, এদিন হল অফ ফেমে আরও ৬ জনকে স্থান দেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুই মহিলা ক্রিকেটার। বিশেষ সম্মান পেলেও লন্ডনের অনুষ্ঠানে হাজির ছিলেন না ধোনি।

সেখানে শাস্ত্রী মজার ছলে বলেন, "ওর হাত পকেটমারের থেকেও দ্রুতগতির। আপনি যদি ভারতে আসেন, কোনও বড় ম্যাচে যান, বিশেষ করে আহমেদাবাদে। তাহলে আপনি চাইবেন না, ধোনি আপনার পিছনে থাকুক। মুহূর্তের মধ্যে ওয়ালেট হাওয়া হয়ে যাবে।" স্পষ্টতই ধোনি যেভাবে দ্রুতবেগে স্টাম্প আউট করেন, শাস্ত্রী সেটাই মনে করিয়ে দিতে চেয়েছেন। এবারের আইপিএলেও সেটা দেখা গিয়েছে।

শাস্ত্রী আরও বলছেন, "ও শূন্য রানে আউট হোক বা বিশ্বকাপ জিতুক। একশো করুক বা দুশো করুক। ওর মধ্যে কোনও পার্থক্য নেই।" ধোনি নিজে উপস্থিত না পারলেও একটি ভিডিওতে নিজের চেনা ‘কুল’ ভঙ্গিতে এমএস বলছেন, “আইসিসির হল অফ ফেম এক অনন্য সম্মান। এটা সারাজীবনের প্রাপ্তি। এতজন তারকা ক্রিকেটারের পাশে নিজের নাম দেখতে পাওয়া সৌভাগ্যের।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য আইসিসি'র হল অফ ফেমে জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
  • ১১তম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন বিশ্বজয়ী অধিনায়ক। আর তারপরই মাহিকে 'পকেটমার' আখ্যা দিলেন শাস্ত্রী।
  • বলা ভালো, 'পকেটমারের থেকেও দ্রুতগতির' বলে মজা করলেন ভারতের প্রাক্তন কোচ।
Advertisement