সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্ট শেষমেশ ড্র দিয়েই শেষ করল টিম ইন্ডিয়া। আর সেই সঙ্গে তিন টেস্টের সিরিজে লঙ্কাবাহিনীকে হোয়াইটওয়াশ করার স্বপ্নভঙ্গ হল। তবে মাঠের গল্প মাঠেই ফেলে রেখে কোচ রবি শাস্ত্রী সোম-সন্ধ্যেয় পৌঁছে গেলেন এক্কেবারে অন্য পরিবেশে। কলকাতার বুকে একটুকরো শান্তির খোঁজ দিচ্ছে আরবানা। দক্ষিণ কলকাতার বহুতল আবাসনে এবার আত্মপ্রকাশ করল ‘আরবানা’ ক্লাবহাউস। তারই উদ্বোধনে হাজির হয়েছিলেন শাস্ত্রী।
[প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে গভীরভাবে শোকাহত, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর]
সুবিস্তৃত এলাকা নিয়ে তৈরি বিলাসবহুল সেই ক্লাবে রয়েছে খেলাধূলা ও বিশ্রামের দারুন বন্দোবস্ত। আট থেকে আশি, প্রত্যেকের বিনোদনের ব্যবস্থাই থাকছে ক্লাবহাউসে। আর এদিন শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হল আরবানা ক্লাবহাউসের আজীবন মেম্বারশিপ।
ভারতীয় দলের কোচ এমন এক জায়গায় এসে তাঁর অনুভূতির কথাও জানালেন। এখানকার ব্যবস্থাপনা শাস্ত্রীর নজর কেড়েছে। ভারতীয় দলের কোচের কথায়, “এমন অসাধারণ একটি ক্লাবহাউস উদ্বোধন করতে পেরে আমারও বেশ লাগছে। আরবানা দারুণ ব্যবস্থা করেছে। সুইমিং পুল, স্কোয়াশ কোর্ট, স্পোর্টস হল, সবই দেখার মতো। এক ছাদের নিচে খেলাধূলার এমন সুবন্দোবস্ত খুব কমই চোখে পড়ে। আমি নিশ্চিত এখানকার আবাসিকরা এমন জায়গা দারুণ উপভোগ করবেন।”
[বৃষ্টিতে ক্ষতি, শীতের সবজির দাম আরও বাড়ার আশঙ্কা]
জানেন সত্যিই একছাদের নিচে ঠিক ঠিক সুবিধা পাবেন আরবানার আবাসিকরা? পূর্ব ভারতের সবচেয়ে বড় আবাসনের এই ক্লাবহাউসটি এক লক্ষ বর্গফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে। যেখানে রয়েছে সুইমিং পুল, তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ল্যাপ পুল, রেস্তরাঁ, বার, কনফারেন্স রুম, কার্ডস রুম, শিশুদের জন্য একটি বিশেষ ঘর, অডিটরিয়াম, মাল্টিপারপাস স্পোর্টস কোর্ট।
এখানেই শেষ নয়, যাঁরা শরীরচর্চায় আগ্রহী, তাঁদের জন্য থাকছে ফিটনেস সেন্টার, যোগ এবং ধ্যান করার জন্য আলাদা ঘর। এছাড়া ইন্ডোর গেমস রুম, দুটি স্কোয়াশ কোর্ট এবং অবশ্যই আউটডোর গেমের জন্য রয়েছে অনেকখানি খোলা জায়গা।
অর্থাৎ, একটি ক্লাবে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন শাটলার থেকে, বাস্কেটবল খেলোয়াড়, সকলেই। এমন নৈস্বর্গিক অনুভূতি এ শহরের বুকেই বাস্তবায়িত করতে সফল হয়েছে ‘আরবানা’।
[অতি নাটকীয় ইডেন টেস্ট শেষ হল ড্র দিয়েই]
The post টেস্ট শেষে অন্য ঠিকানায় শাস্ত্রী, উদ্বোধন ‘ক্লাব আরবানা’র appeared first on Sangbad Pratidin.
