shono
Advertisement
Ravindra Jadeja

৩ বছরেরও বেশি সময় ধরে শীর্ষে, টেস্ট ক্রিকেটে নয়া রেকর্ড জাদেজার

তাঁর মতো এমন কৃতিত্ব বিশ্বের তাবড় টেস্ট অলরাউন্ডারদেরও নেই।
Published By: Prasenjit DuttaPosted: 11:51 AM May 15, 2025Updated: 02:06 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরের আগে 'রাজত্ব' বজায় রাখলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। টেস্ট অলরাউন্ডার হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। এরসঙ্গে সবচেয়ে বেশি দিন এক নম্বরে থাকার নজিরও গড়লেন 'স্যর'। ১,১৫১ দিন অলরাউন্ডারদের ক্রমতালিকায় একেবারে মগডালে তিনি। 

Advertisement

জাদেজার মতো এমন কৃতিত্ব বিশ্বের তাবড় টেস্ট অলরাউন্ডারদেরও নেই। ৯ মার্চ ২০২২, প্রথমবার টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে শীর্ষে উঠে আসেন রবীন্দ্র জাদেজা। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে টপকে এক নম্বরে পৌঁছেছিলেন তিনি। এরপর থেকে কখনও 'দ্বিতীয়' হননি তিনি।

২০২২ সালের মার্চ থেকে ২০২৫-এর মে - তিন বছরেরও বেশি সময় ধরে কেউই তাঁর কাছ থেকে এক নম্বর অলরাউন্ডারের জায়গাটা ছিনিয়ে নিতে পারেননি। এখন জাদেজার পয়েন্ট ৪০০। গত মরশুমের ৫২৭ রান করেছেন তিনি। গড় প্রায় ৩০। নিয়েছেন ৪৮ উইকেট। গড় ২৪। সুতরাং বোঝাই যাচ্ছে, অত্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স করেছেন জাদেজা। ২০২৪ সালে আইসিসি'র বর্ষসেরা টেস্ট দলেও জায়গা করে নিয়েছিলেন ৩৬ বছরের এই ক্রিকেটার।

সম্প্রতি রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের নিয়েছেন। এই আবহে অনেকেই আবার জাদেজারও টেস্ট অবসরের জল্পনা উসকে দিয়েছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে তিনি যেভাবে ব্যাটে বলে ধারাবাহিকতা দেখিয়েছেন, তাতে তিনিও যদি অবসরের পথে হাঁটেন, বিপাকে পড়বে টিম ইন্ডিয়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট অলরাউন্ডার হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
  • এরসঙ্গে সবচেয়ে বেশি দিন এক নম্বরে থাকার নজিরও গড়লেন 'স্যর'।
  • ১,১৫১ দিন অলরাউন্ডারদের ক্রমতালিকায়  একেবারে মগডালে তিনি।
Advertisement