shono
Advertisement
Cricket Australia Test playing XI

নেই বিরাট-রোহিত, ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে ৩ ভারতীয়, দ্বাদশ ব্যক্তি জাদেজা

কারা সুযোগ পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা সেরা একাদশে।
Published By: Subhajit MandalPosted: 07:00 PM Dec 30, 2025Updated: 07:00 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা বর্ষসেরা একাদশে ঠাঁই পেলেন ৩ ভারতীয়। দ্বাদশ ব্যক্তি হিসাবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গা হয়নি। সেটা অবশ্য প্রত্যাশিতই ছিল। দুই মহাতারকা বছরের শুরুতে সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থ হন তাঁরা। তারপরই অবসর ঘোষণা করে দেন।

Advertisement

তবে বিরাট রোহিতরা জায়গা না পেলেও জায়গা পেয়ে গেলেন ৩ ভারতীয় তারকা। ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। ২০২৫ সালে ১৯ ইনিংসে ৮১৩ রান করেন তিনি। তিনটি সেঞ্চুরি, গড় ৪৫-এর বেশি। সর্বোচ্চ ১৩৭। ইংল্যান্ড সিরিজে ৫৩২ রান করেন তিনি। যা গত ২০ বছরে বিদেশি ওপেনারদের মধ্যে সর্বাধিক। ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা সেরা একাদশে রয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিলও। চলতি বছর ১৬ ইনিংসে ৯৮৩ রান করেছেন তিনি। স্রেফ ইংল্যান্ড সিরিজেই ৭৫৪ রান করেছেন তিনি। রয়েছে পাঁচ সেঞ্চুরি। গড় সত্তরের বেশি।

তৃতীয় ভারতীয় হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন যশপ্রীত বুমরাহ। এ বছর মাত্র ১৪ ইনিংসে ৩১ উইকেট পেয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা পেসার। তাঁর গড় মাত্র ১৪। এ ছাড়া দ্বাদশ ব্যক্তি হিসাবে দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এ বছরও অলরাউন্ডার হিসাবে দারুণ পারফরম্যান্স তাঁর। ১৭ ইনিংসে তাঁর রান ৭৬৪। উইকেট ২৫।

তিন ভারতীয় ছাড়াও দলে রয়েছেন চার অজি ক্রিকেটার, ২ প্রোটিয়া ক্রিকেটার এবং দুই ইংরেজ ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক টেম্বা বাভুমাকেই দলের অধিনায়ক করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই সেরা একাদশ:
কে এল রাহুল, ট্র্যাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, যশপ্রীত বুমরাহ, স্কট বোল্যান্ড, সিমন হার্মার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা বর্ষসেরা একাদশে ঠাঁই পেলেন ৩ ভারতীয়।
  • দ্বাদশ ব্যক্তি হিসাবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
  • দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গা হয়নি।
Advertisement