সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। এবার আইপিএলের ঢাকে কাঠি। ১৪ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিকভাবেই অনুমান করা গিয়েছিল, ভারতীয় উইকেটকিপারকে হয়তো অধিনায়ক করবে দিল্লি। কিন্তু জানা যাচ্ছে, অধিনায়ক হতে রাজি নন তিনি। সেক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসছে কার নাম?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন রাহুল। করেছেন ১৪০ রান। গড়ও ১৪০। ফাইনালে ভারতের জয়ের অন্যতম কারিগর তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও আছেন রাহুল। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। এর আগে লখনউ সুপার জায়ান্টসে থাকলেও শেষটা ভালো হয়নি। নিলামে তাঁকে তুলে নেয় দিল্লি। তবে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে নারাজ রাহুল। সেখানে নেতৃত্ব দিতে পারেন অক্ষর প্যাটেল।
সূত্রের খবর, "অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হতে পারে। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে রাহুলকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ও চাইছে, অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবে দলে যোগদান রাখতে।" ২০১৯ সাল থেকে দিল্লিতে রয়েছেন অক্ষর। তাঁকে ১৮ কোটি টাকায় রিটেইন করে দিল্লি। এবার অধিনায়কও হতে পারেন তিনি।
আইপিএলে দিল্লি প্রথম ম্যাচ ২৪ মার্চ, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আগে এলসিজি-তেই ছিলেন রাহুল। অন্যদিকে দিল্লিতে ছিলেন ঋষভ পন্থ। যিনি এই মুহূর্তে লখনউয়ের অধিনায়ক। রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল। ফলে রাহুল অধিনায়ক হলে যে দুই দলের মোকাবিলা আরও উত্তেজক হত, সেরকমই মনে করেছিলেন অনেকে। কিন্তু রাহুল অধিনায়ক হতে না চাওয়ায়, সেটা হচ্ছে না।
