সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব কিছু ঠিকঠাক চললে, চলতি মাসের শেষ দিকে রনজি ট্রফি খেলতে নেমে পড়বেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। যিনি পায়ের পাতার হাড় ভাঙার পর জাতীয় দলের বাইরে।
গত ইংল্যান্ড সিরিজে ব্যাটিংয়ের সময় ক্রিস ওকসের বলে পায়ের পাতার হাড় ভেঙে যায় ঋষভের। যে কারণে তাঁর পক্ষে এশিয়া কাপ খেলা সম্ভব হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ তিনি খেলছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজেও তিনি নেই। এই মুহূর্তে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে শুশ্রূষা চলছে পন্থের।
বোর্ডের সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে ফিট হয়ে যাবেন পন্থ। ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের চোট কী অবস্থায়, এখন খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। তবে সেরে ওঠার ফাঁকেই দিল্লি ক্রিকেট সংস্থাকে রনজি খেলার অভিপ্রায় জানিয়ে দিয়েছেন পন্থ। তিনি জানিয়ে দিয়েছেন, সব যদি ঠিকঠাক থাকে, তা হলে আগামী ২৫ অক্টোবর থেকে দিল্লির জার্সিতে রনজি খেলতে নেমে পড়বেন। আসলে বিগত কুড়ি দিনে তাঁর 'রিকভারি'-তে প্রভূত উন্নতি হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ এবং পরবর্তী অস্ট্রেলিয়া সফর মিস করেছেন পন্থ। সেক্ষেত্রে নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে পন্থের। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ রয়েছে। তিনি যদি রনজি খেলেন, তা হলে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজে যে ফিরবেন, সেটা এখন থেকেই লিখে দেওয়া যায়।
