বিশ্বকাপের পারদ তুঙ্গে উঠতে শুরু করছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ভারতের বিশ্বকাপ অভিযান। অর্থাৎ আর দিন দশেকও বাকি নেই। এর মধ্যে স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য। সম্প্রতি অস্ত্রোপচার হয় তিলক বর্মার। বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে ফিট হওয়ার মুখে তিলক। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিট ছাড়পত্র পেতে চলেছেন তিনি।
বিজয় হাজারের ম্যাচ খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারও হয় তাঁর। সেই কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না তারকা ব্যাটারের। তার জায়গায় কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। যদিও চার ম্যাচের কোনওটিতেই শ্রেয়সকে সুযোগ দেওয়া হয়নি। স্পষ্টত, তিলকের জন্য অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট।
সেই অপেক্ষা খুব দ্রুত মিটে যাবে। এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে আছেন তিনি। সেখানে একটি সিমুলেশন ম্যাচে অংশগ্রহণ করবেন তিলক। চোট সারিয়ে ফেরার জন্য এই ম্যাচ খেলানো হয়, যাতে কোনও প্লেয়ার কতটা ম্যাচ ফিট, তা বোঝা যায়। বেঙ্গালুরুতে সেই ম্যাচের পরই ফিট সার্টিফিকেট পাবেন তিলক। তারপর ৩ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন।
অন্যদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের সময় বুকের হাড়ে চোট পান তিনি। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে পুরোপুরি ছিটকে যান। সেই জায়গায় দলে এসেছেন স্পিনার রবি বিষ্ণোই। তবে সুন্দরকে এখনও ম্যাচ সিমুলেশনে অংশগ্রহণ করতে হবে। তারপরই জানা যাবে সুন্দরকে বিশ্বকাপে পাওয়া যাবে কি না।
