শিলাজিৎ সরকার: প্রথমবার কোনও বাঙালির হাতে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। তারপর বিভিন্ন মহল থেকে সংবর্ধনা পাচ্ছেন রিচা ঘোষ। বুধবারই নতুন ইনিংস শুরু করেছেন তিনি। রাজ্য পুলিশের ডিএসপি হিসাবে দায়িত্ব নিয়েছেন এই তারকা উইকেটরক্ষক-ব্যাটার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্বাগত জানিয়েছিলেন রিচাকে। পুলিশের উর্দি পরে কেমন লেগেছে, তা জানিয়েছেন তিনি। সেই রিচাই (Richa Ghosh) বিশ্বকাপের পর প্রথমবার প্র্যাকটিসে ব্যাট হাতে নেমে পড়লেন।
প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বঙ্গকন্যা রিচা। ফলে বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে ‘রিচা-বরণ’। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকপ্রদভাবে রিচাকে ওইদিন ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সল্টলেকে জেইউ সেকেন্ড ক্যাম্পাসে ভারতীয় মহিলা দলের এই 'পাওয়ার হিটার' অনুশীলনে নামলেন।
ডিএসপি পদে নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগছে? এর উত্তরে রিচা বলেন, "ক্রিকেটের পর পুলিশ কিংবা আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল আমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন খুব খুশি হয়েছি।" পুলিশের উর্দিতে নিজেকে প্রথমবার দেখে কেমন লেগেছিল? রিচার জবাব, "ভারতীয় দলে অভিষেকের আগে প্রথমবার নীল জার্সি গায়ে চাপিয়ে যেমন অনুভূতি হয়েছিল, কিছুটা পার্থক্য থাকলেও পুলিশের উর্দি গায়ে চাপিয়ে অনেকটা একই রকম অনুভূতি হয়েছে।"
আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে উইমেন ইন ইন্ডিয়া। সেই সিরিজের প্রস্তুতি হিসাবেই বৃহস্পতিবার প্র্যাকটিসে নেমেছেন রিচা (Richa Ghosh)। তাঁকে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা যায়। কভার ড্রাইভ হোক কিংবা ফ্লিক সবেতেই ছিলেন সাবলীল। রক্ষণও ছিল মজবুত। তবে নেট বোলাররা ছিলেন পুরুষ। বিশ্বকাপ জয়ের একমাস কেটে গিয়েছে। এবার ভবিষ্যতের লক্ষ্যে অনুশীলনেও নেমে পড়েছেন। রিচা বলছেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। তার আগে অনেকগুলো সিরিজ আছে। ডব্লিউপিএল আছে। লক্ষ্য একটাই, ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা।"
বৃহস্পতিবারের অনুশীলন নিয়ে তিনি বলেন, "একমাস পর ব্যাট ধরলাম। আগে যেভাবে ব্যাট করেছি, সেই পদ্ধতিই ঝালিয়ে নিচ্ছিলাম।" শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১-৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে সিরিজ। প্রথম দু’টি ম্যাচ হবে বিশাখাপত্তনমে। বাকি তিন ম্যাচ তিরুঅনন্তপুরমে। ম্যাচগুলি রয়েছে ২১, ২৩, ২৬, ২৮, ৩০ ডিসেম্বর। উল্লেখ্য, বিশ্বকাপে ৮ ম্যাচে ২৩৫ রান করেছেন রিচা। গড় ৩৯.১৬। স্ট্রাইক রেট ১৩৩.৫২।
