অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মহিলাদের বিশ্বকাপে আট নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং উপহার দিয়েছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। তাঁর দাপুটে ইনিংসে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৪৭ রান তোলে ভারত। শেষমেশ ৮৮ রানে জয় পায় 'উইমেন ইন ব্লু'রা। আর তাতে শিলিগুড়ির সুভাষপল্লিতে ঘোষ বাড়িতে উচ্ছ্বাস। যদিও তাদের একটাই লক্ষ্য, মেয়ের হাতে বিশ্বকাপ ট্রফি দেখা।
রিচার হাতে বিশ্বকাপ উঠলেই যে ষোলো কলা পূর্ণ হবে। তাই ভারতীয় মহিলা দলের এই উইকেটরক্ষকের পরিবার চায়, মেয়ের এই ফর্ম ফাইনাল পর্যন্ত জারি থাকুক। আরও অনেক এমন ইনিংস বেরিয়ে আসুক তাঁর ব্যাট থেকে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। রবিবার যখন খেলা শুরু হয়, তখন থেকেই আপামর ভারতবাসীর মতো ঘোষ পরিবারও টিভির সামনে বসে পড়েছিল।
ভারত প্রথমদিকে ভালো শুরু করলেও হঠাৎ করে উইকেট হারাতে শুরু করে। ৬ উইকেট পড়ে যাওয়ার যখন সবাই ভাবছে এবার রিচা নামবে, কিন্তু তখন তাঁকে না নামিয়ে স্নেহ রানাকে নামানো হয়। এরপরেই ২২ গজে অবতীর্ণ হন শিলিগুড়ির রিচা ঘোষ। ২২ গজে নেমেই ব্যাটে ঝড় তোলেন রিচা। ৩টে চার ও ২টো বিশাল ছক্কা হাঁকিয়ে ২০ বলে অপরাজিত ৩৫রান করেন। এই ঝোড়ো ইনিংসের সৌজন্যে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৪৭।
মেয়ের এহেন বিধ্বংসী ব্যাটিং দেখে বেজায় খুশি তার বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, "পাকিস্তানের বিরুদ্ধে জয় সবসময় ভালো লাগে। সেখানে যদি মেয়ের অবদান থাকে, তাহলে তো সোনায় সোহাগা। তবে এই একটা ইনিংস নয়, ওকে এরকম আরও অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলতে হবে। আমরা চাই প্রতিটি ম্যাচেই ওর অবদান থাকুক। তবে মূল লক্ষ্য বিশ্বকাপ জয়। ভারত প্রথমবার বিশ্বকাপ জিতুক, সেটাই আমরা চাইছি। আর এই জয়ে মেয়ের ব্যাটে রান আসুক।" আবার রিচার মা স্বপ্না ঘোষও বেজায় খুশি। তিনি ইতিমধ্যে মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন, যাতে মেয়ের হাতে বিশ্বকাপ ওঠে। ৯ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেও রিচা-সহ ভারতীয় দলের সাফল্য কামনা করছেন শিলিগুড়িবাসী।
