shono
Advertisement
Subhman Gill

গিলই উপযুক্ত, বুমরাহকে অধিনায়ক না করা সঠিক সিদ্ধান্ত, বলছেন পন্টিং

ইংল্যান্ড সিরিজই অধিনায়ক হিসাবে গিলের প্রথম টেস্ট।
Published By: Subhajit MandalPosted: 10:22 AM Jun 08, 2025Updated: 10:22 AM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন জশপ্রীত বুমরাহ নন। কেন অনভিজ্ঞ শুভমান গিলকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হল? এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে এটাই সবচেয়ে বড় চর্চার বিষয়। ক্রিকেট মহলের একটা বড় অংশ মোটেই গিলকে ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত বলে মনে করছেন না। কারও কারও আবার বক্তব্য, "ও তো জাতীয় দলের নিয়মিত সদস্যই নয়।" যদিও কিংবদন্তি অজি অধিনায়ক তথা আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং উলটো কথা বলছেন। তাঁর বক্তব্য, বুমরাহর বদলে গিলকে অধিনায়ক না করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। গিলই অধিনায়ক হওয়ার উপযুক্ত।

Advertisement

নিজের বক্তব্যের পিছনে পন্টিংও সেই যুক্তিই দিচ্ছেন যেটা নির্বাচকপ্রধান অজিত আগরকর দিয়েছিলেন। পন্টিংয়ের মনে হচ্ছে, ফিটনেসই বুমরাহর জন্য সবচেয়ে বড় সমস্যা। তিনি বলে দিচ্ছেন, "বুমরাহের চোট ওকে পিছিয়ে দিয়েছে। আপনি অধিনায়ক হিসাবে এমন কাউকে চাইবেন না, যিনি একটা করে ম্যাচ খেলে বিশ্রাম নেবেন।" পাঞ্জাব কিংসের কোচের কথায়, "আমার তো মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। আমি জানি অনেক পণ্ডিত বলবে, কেন বুমরাহকে অধিনায়ক করা হল না? কিন্তু আমার মতে, এটা একদম ঠিক একটা সিদ্ধান্ত।"

প্রাক্তন অজি অধিনায়কের মতে, "ভারত যখন গিলকে অধিনায়ক করেই ফেলেছে, তখন ওকে সুযোগ ও সময় দেওয়া উচিত। সবে নতুন দল পেয়েছে। তাতে আবার অশ্বিন, রোহিত, কোহলিরা নেই। তাই শুভমাকে সময় দিতে হবে। ওঁর উপর ভরসা রখতে হবে।" এই মুহূর্তে ভারতীয় দল বড় বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে পন্টিং মনে করছেন, সেই বদলের বিশেষ প্রভাব ভারতের পারফরম্যান্সে পড়বে না। কারণ টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ খুব শক্তিশালী।

উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এই সিরিজই অধিনায়ক হিসাবে গিলের প্রথম বড় টেস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিংবদন্তি অজি অধিনায়ক তথা আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং উলটো কথা বলছেন।
  • তাঁর বক্তব্য, বুমরাহর বদলে গিলকে অধিনায়ক না করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। গিলই অধিনায়ক হওয়ার উপযুক্ত।
  • নিজের বক্তব্যের পিছনে পন্টিংও সেই যুক্তিই দিচ্ছেন যেটা নির্বাচকপ্রধান অজিত আগরকর দিয়েছিলেন।
Advertisement