সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্টটা দুর্দান্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল এবং ক্যাপ্টেন শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম দিনেই রানের পাহাড়ে দল। অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক ঘটিয়েই একাধিক রেকর্ড ভাঙলেন গিল। তবে তিনি একা নন, হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়ে ফেললেন ঋষভ পন্থ। সবমিলিয়ে 'নতুন' ভারতীয় দলের মন ভালো করা ইনিংসের সাক্ষী রইলেন ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার হেডিংলিতে ১৫৯ বলে ১০১ রান ঝুলিতে ভরেন যশস্বী। এর পর ধৈর্যের পরিচয় দিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন গিল। দিনের শেষে ১২৭ রানে অপরাজিত থাকেন। গিল-পন্থ জুটির হাত ধরেই ইংল্যান্ডের মাটিতে প্রথমদিন রেকর্ড রানে পৌঁছে যায় দল। আর সেই সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত রেকর্ডও গড়লেন গিল। ভারতের টেস্টের ৯৩ বছরের ইতিহাসে গিলই পঞ্চম তরুণ (২৫ বছর ২৮৫ দিন) অধিনায়ক। এর আগে এত অল্প বয়সে নেতৃত্ব সামলেছেন মনসুর আলি খান পতৌদি, শচীন তেণ্ডুলকর, কপিল দেব এবং রবি শাস্ত্রী। এর পাশাপাশি একবিংশ শতাব্দীর নিরিখে অধিনায়কত্বে বিরাট কোহলিকেও পিছনে ফেললেন ২৫ বছর বয়সি গিল। ২০০০ সালের পর প্রথমবার এত কম বয়সি অধিনায়ক পেল ভারত। এখানেই শেষ নয়, পতৌদির ৫৭ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের মাটিতে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে নেতৃত্বের ভার সামলানোর নজিরও গিলের ঝুলিতে। আবার বিজয় হাজারে, দিলীপ ভেঙ্কসরকর, সুনীল গাভাসকর এবং বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির মালিকও হয়ে গেলে তিনি। এবার দেখার টেস্ট জার্সিতে ৩৭তম অধিনায়ক হিসেবে বিলেতে সিরিজ জয়ের রেকর্ড গড়তে পারেন কিনা।
গিলের পাশাপাশি শুক্রবার অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন পন্থও। দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার (SENA) মাটিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সাফল্যকে পিছনে ফেলে দিলেন তিনি। এই চার দেশের ২২ গজে মোট ২৭টি ম্যাচে পন্থের ঝুলিতে এখন ১৭৪৬ রান। গড় ৩৮.৮০। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে চারটি সেঞ্চুরি এবং ছ'টি হাফ সেঞ্চুরিও। তাঁর ব্যাট থেকে আজ শতরান আসে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
