সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয়ের 'রাজা' রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৩টি ছক্কা হাঁকালেন হিটম্যান। শেষ পর্যন্ত ৫১ বলে ৫৭ রান করে আউট হন। তার মধ্যে ছিল তিনটি ছক্কা। যার সাহায্যে এখন আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয় এখন রোহিত শর্মার নামে।
৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তিনি ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচের আগে মাত্র ২৭৬ ম্যাচে ৩৪৯ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত। রবিবার রাঁচিতে তিনটি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ছয়ের সংখ্যা ৩৫২। এই তালিকায় তৃতীয় স্থানে ক্রিস গেল। ৩০১ ম্যাচে তিনি হাঁকিয়েছেন ৩৩১টি ছক্কা।
রোহিতের তিনটি ছক্কার মধ্যে দু'টি এল প্রেনেলান সুব্রায়েনের ওভারে। ১৫তম ওভারের প্রথম বল মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে দিলেন হিটম্যান। ঠিক তার পরের বলেই আরেকটি ছক্কা। পরের ছয়টি এল মার্কো জানসেনের ওভারে। বহুপরিচিত পুল শটে ৩৫২তম ছয়টি মারলেন তিনি। তারপরই শুভেচ্ছার বন্যা। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে অভিনন্দন জানানো হচ্ছে হিটম্যানকে।
তবে ভালো শুরু করেও সেঞ্চুরি করা হল না রোহিতের। জানসেনের নীচু হয়ে আসা বলের নাগাল পেলেন না প্রাক্তন অধিনায়ক। বলটা সোজা তার প্যাডে এসে লাগে। উলটো দিকে বিরাট কোহলির অভিব্যক্তিই বুঝিয়ে দিচ্ছিল সেটা আউট। ১০ সেকেন্ড কথা বলার পর আর রিভিউ নেননি রোহিত। তবে এই ম্যাচে রো-কো একটি নজিরও গড়েছেন। ভারতের হয়ে একসঙ্গে সবচেয়ে বেশি খেলার নজির এখন তাঁদের নামে। তাঁরা একসঙ্গে ৩৯২টা ম্যাচ খেলেছেন।
