সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বন্ধ হয়ে গেল রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি। তবে সেটা ভারতে নয়, দুবাইয়ে। হিটম্যানের এই অ্যাকাডেমি শুরুর সময় সেদেশে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। কিন্তু আচমকা সেটা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ক্রিকেটারদের পরিবার। এমনকী জানা যাচ্ছে, কোচেরাও নাকি দীর্ঘদিন বেতন পায়নি।
২০২৪-র সেপ্টেম্বরে রোহিত শর্মার ব্র্যান্ড ক্রিককিংডমের অধীনে সংযুক্ত আরব আমিরশাহিতে এই অ্যাকাডেমিতে খোলা যায়। সেই সময় আশা করা হয়েছিল, এই অ্যাকাডেমি থেকে অনেক উঠতি প্লেয়ার উঠে আসবে। সেই আশায় অনেক পরিবার তাদের সন্তানদের সেখানে ভর্তি করে। কিন্তু কয়েকমাসের মধ্যেই পরিচালন ব্যবস্থার একাধিক ত্রুটি চোখে পড়ে। ক্রিককিংডমের সঙ্গে গাঁটছড়ায় এই অ্যাকাডেমি পরিচালনার দায়িত্বে ছিল গ্রাস্পোর্ট নামের একটি সংস্থা।
অ্যাকাডেমি শুরুর সময় রোহিতকে মুখ করেই সোশাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছিল। ৩৫টি পরিবার বার্ষিক পারিশ্রমিক দিয়ে সন্তানদের ভর্তি করায়। কিন্তু বছরের শুরুতেই একের পর এক সমস্যা শুরু হয়। ঠিক সময়ে ট্রেনিং শুরু হত না, এমনকী সেই বিষয়ে যোগাযোগও করা হত না। মে মাসের মাঝামাঝি সময়ে অ্যাকাডেমি প্রায় বন্ধই হয়ে যায়। মে মাসের শেষ দিকে ক্রিকেটারদের পরিবারকে হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়ে দেওয়া হয়, গ্রাস্পোর্ট আর অ্যাকাডেমির দায়িত্বে নেই। কিন্তু টাকা ফেরত দেওয়ার ব্যাপারে পরিবারদের কিছু জানানো হয়নি।
এর মধ্যে জানা যায়, আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত অনেক কোচ ও প্রাক্তন প্লেয়ার বেশ কয়েকমাসের বকেয়া টাকা পাননি। এক কোচ জানিয়েছেন, ঘরভাড়া দেওয়ার টাকা পর্যন্ত তাঁর কাছে নেই। বাড়িওয়ালা তাঁকে যে কোনও সময় বের করে দিতে পারে। অন্যদিকে ক্রিকেটারদের পরিবার থেকে বলা হচ্ছে, রোহিত শর্মার নাম দেখে ভরসা করে তাঁরা বড় অঙ্কের টাকা দিয়েছিলেন। এখন কারও সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। গোটা বিষয়টা নিয়ে রোহিত শর্মার তরফ থেকেও কিছু জানানো হয়নি।
