সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৬ মাসে আগেই টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ঘটনা বেমালুম ভুলে গেলেন রোহিত শর্মা! 'ভুলো' হিসাবে অবশ্য 'সুনাম' রয়েছে ভারত অধিনায়কের। কিন্তু বিশ্বকাপ জেতার স্মৃতিই মুছে গেল তাঁর মন থেকে? কেবল রোহিত নন, একই দশা হয়েছে দুই উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল এবং ঋষভ পন্থেরও।
ব্যাপারটা কী? আগামী বৃহস্পতিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে ভারত। মেগা টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের এক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে একটি বিজ্ঞাপনী ভিডিও। সেখানে মেন ইন ব্লুর তিন তারকাকে দেখা যাচ্ছে, সঙ্গে রয়েছেন বিখ্যাত স্পোর্টস প্রেজেন্টর গৌরব কাপুরও। ভিডিওতে তাঁদের মধ্যে আলোচনা চলাকালীনই গৌরব আচমকা আবিষ্কার করেন, বিশ্বজয়ের কথা বেমালুম ভুলে গিয়েছেন ক্রিকেটাররা।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে, মেন ইন ব্লুর তারকাদের এমন দশা দেখে হতাশ আমজনতা। কীভাবে সকলের স্মৃতি ফেরানো যায়, সেই উপায় খুঁজতে ব্যস্ত সকলে। এমন সময়ে মুস্কিল আসান হয়ে ভিডিওতে হাজির হন বিরাট কোহলি। তিনিই যাবতীয় রহস্যের সমাধান করেন। কিং কোহলির মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাবতীয় ট্রফি জেতার কথা ভুলে যেতে হবে। প্রথম ম্যাচ হিসাবে প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে। ভারত যে আগেও চ্যাম্পিয়ন ছিল, সেই কথা মাথা থেকে একেবারে বের করে দিয়েছে টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্স আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী। বুমরাহর অনুপস্থিতিতে পেস বিভাগের দায়িত্বে তরুণ হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে ৬টি উইকেট পেয়েছেন হর্ষিত। সিরিজে দুটি উইকেট পেলেও পুরোদমে বল করেছেন মহম্মদ শামি। ভালো বোলিং করেছেন হার্দিক পাণ্ডিয়াও। ভরসা জুগিয়েছেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অন্যতম দাবিদার মেন ইন ব্লু।
