সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একটা ফরম্যাটে খেললেও ভক্তদের মনে তিনি 'মুম্বই চা রাজা'। তাঁকে দেখলে ভিড় জমায় ভক্তকুল। কিন্তু স্বভাবত শান্ত রোহিত শর্মা এবার রেগে গেলেন এক ভক্তের কাণ্ডে। এমনকি আঙুল তুলে ভক্তকে হুঁশিয়ারিও দিতে দেখা গেল হিটম্যানকে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত রোহিত। মুম্বইয়ের হয়ে খেলছেন বিজয় হাজারে ট্রফি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ১৫৫ রান করেছিলেন। তাঁকে দেখতে অন্তত ১২ হাজার ভক্ত মাঠে ভিড় জমিয়েছিলেন। বিজয় হাজারে অভিযান শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডের সিরিজ খেলবেন রোহিত। সবমিলিয়ে হিটম্যানকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কিন্তু ভক্তের ভালোবাসাতেই ঘটে গেল বিপত্তি।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে চেপে যাচ্ছেন রোহিত। খুবই ধীরগতিতে চলছিল গাড়িটি। সেই সময়ে রোহিতের সঙ্গে হাত মেলাতে ছুটে আসে কয়েকজন খুদে ভক্ত। হাসিমুখে তাদের সঙ্গে হাত মেলান হিটম্যান। কিন্তু চলন্ত গাড়ি থেকে রোহিতের সঙ্গে সেলফি তুলতে আসে আরও দুই কিশোর। সেলফি তোলার জন্য রোহিতের হাত ধরে টানাটানি শুরু করে তারা। বাধ্য হয়েই হাত ছাড়িয়ে নেন হিটম্যান। আঙুল তুলে শাসনও করেন দুই কিশোরকে। তারপর গাড়ির কাচ তুলে দিয়ে বেরিয়ে যান। গোটা ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, টেস্ট এবং টি-২০ থেকে অবসর নেওয়ার পর কেবল ওয়ানডে'তে খেলেন রোহিত। তারপর ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজেও বেশ ভালো ফর্মে ছিলেন। নতুন বছরে নিউজিল্যান্ডের বিরদ্ধেও সেই ছন্দ ধরে রাখবেন হিটম্যান, আশায় ভক্তরা। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
