shono
Advertisement
Rohit Sharma

ইংল্যান্ড সফরে বাদ পড়ার আশঙ্কা, অপমানের হাত থেকে বাঁচতেই টেস্ট ক্রিকেটকে বিদায় রোহিতের!

ইংল্যান্ড সফরে রোহিতকে নিয়ে যাওয়ার ব্যাপারে নির্বাচকরা খুব একটা রাজি ছিলেন না।
Published By: Subhajit MandalPosted: 10:15 AM May 08, 2025Updated: 10:15 AM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার আচমকা অবসর কি অপমানের ভয়ে? ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই কি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন হিটম্যান? রোহিতের সিদ্ধান্তের পর থেকেই চর্চা ক্রিকেট মহলে। মহেন্দ্র সিং ধোনির পর ভারতের সফলতম অধিনায়ক রোহিতই। তাঁর অধিনায়কত্বে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। দেশের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। তবু গত কয়েক মাস রোহিতের উপর চাপ বাড়ছিল। তাহলে কি রোহিত নিজে কিছু আগাম বুঝে গিয়েছিলেন?

Advertisement

যা শোনা যাচ্ছে, তাতে ব্যাপারটা সেরকমই। আসলে ইংল্যান্ড সফরে রোহিতকে নিয়ে যাওয়ার ব্যাপারে নির্বাচকরা খুব একটা রাজি ছিলেন না। জল্পনাটা শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকেই। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতীয় ক্রিকেটের একটা মহল মনে করছিল, ইংল্যান্ড সফরে রোহিতের যাওয়া ঘোরতর অনিশ্চিত। টেস্টে সাম্প্রতিক সময়ে ভারত অধিনায়কের ফর্ম বেশ খারাপ। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে আরও কুৎসিত পারফরম্যান্স। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনাল খেলতে না পারা। এসবই সম্মিলিতভাবে ক্যাপ্টেন রোহিতের উপর চাপ সৃষ্টি করছিল।

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর, নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সবাই ভবিষ্যতের দিকে তাকাতে চাইছে। ইংল্যান্ড সফরে পাঁচটা টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ওই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হচ্ছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, আগামী কয়েক বছরের জন্য টিম তৈরি করতে। ফলে রোহিতকে যে ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে, সেটা প্রায় একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল। দু'দিন আগেই রোহিতকে তা বলে দেওয়া হয়। ইংল্যান্ড সফরে নতুন কাউকে অধিনায়ক করার ব্যাপারটা নিয়ে আলোচনা হয়। সেখানে রোহিতকে নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা চলে। অনেকেই আর রোহিতকে ইংল্যান্ড সফরে নিয়ে যেতে রাজি ছিলেন না। কারণ অবশ্যই তার সাম্প্রতিক ফর্ম। আইপিএলের মাঝপর্ব থেকে রোহিত রানে ফিরলেও সেটা বিবেচিত হয়নি। লাল বলের ক্রিকেটে রোহিত অস্ট্রেলিয়া সফরে যেরকম স্ট্রাগল করেছেন, তাতে ইংল্যান্ডেও সমস্যায় হতে পারে বলেই অনেকে মনে করছিলেন। এটাও শোনা গেল, রোহিতকে নাকি পুরো ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়েছিল! ভারতীয় তারকাকে জানিয়ে দেওয়া হয়, তাঁকে আর ইংল্যান্ড সফরের জন্য ভাবা হচ্ছে না। কেরিয়ারের শেষদিকে এসে রোহিত নিজেও আর এই 'অপমান' নিতে চাননি। টেস্ট দল থেকে বাদ পড়লে, স্বাভাবিকভাবেই দেশজুড়ে তা নিয়ে প্রবল চর্চা হত। তাই রোহিত নিজেই একপ্রকার বাধ্য হয়েই সরে গেলেন।

রোহিত টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন, বিশ্বকাপ জেতার পর। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন। এখন শুধুই ওয়ান ডে ক্রিকেট খেলবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর তিনি নাকি জানান, ২০২৭বিশ্বকাপ পর্যন্ত ওয়ান ডে খেলা চালিয়ে যেতে চান। রোহিতের সেই ইচ্ছাপূরণ হবে কি না, সেটা কেউ জানেন না। তবে বোর্ড আপাতত জানিয়েছে, ওয়ানডে ক্রিকেটে তিনিই অধিনায়ক থাকছেন। সেটা হলে দীর্ঘদিন বাদে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই কি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন হিটম্যান।
  • আসলে ইংল্যান্ড সফরে রোহিতকে নিয়ে যাওয়ার ব্যাপারে নির্বাচকরা খুব একটা রাজি ছিলেন না।
  • নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতীয় ক্রিকেটের একটা মহল মনে করছিল, ইংল্যান্ড সফরে রোহিতের যাওয়া ঘোরতর অনিশ্চিত।
Advertisement