সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকদিন আগে ক্রিকেটভক্তরা চেয়েছিল, তিনি অবসর নিন। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগেও জল্পনা চলছিল, হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে এবার বিদায় জানাবেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দেন, এখনই অবসর নিচ্ছেন না। 'বন্ধু' বিরাট কোহলির সঙ্গে অবসর নিয়ে কেমন কথা হয়েছে রোহিতের, সেগুলি ধরা পড়েছে স্টাম্প মাইকে। সেই কথোপকথনের ভিডিও ঘিরে উত্তাল নেটপাড়া।
বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট দুজনেই। এর পর অস্ট্রেলিয়া সফরটা একেবারেই ভালো যায়নি কারোওরই। তখন শোনা গিয়েছিল, টেস্ট থেকে অবসর নিতে পারেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সেই জল্পনা আরও বেড়েছে। প্রথমে শোনা যাচ্ছিল, নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত। পরে শোনা যায়, ওয়ানডে থেকেই অবসর নিতে পারেন তিনি। তাছাড়া টিম ম্যানেজেমেন্টও নাকি ২০২৭ বিশ্বকাপের কথা ভেবে রোহিতদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন রোহিত। যাঁরা হিটম্যানের অবসর চাইছিলেন, তাঁরাও এখন রোহিতবন্দনায় ব্যস্ত। এহেন পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে ফাইনালের এক ভিডিও। রবীন্দ্র জাদেজার বাউন্ডারিতে তখন সবে চ্যাম্পিয়ন হয়েছে মেন ইন ব্লু। মাঠে নেমে উৎসবে ব্যস্ত গোটা দল। স্টাম্প তুলে নিয়ে ডান্ডিয়া নাচে ব্যস্ত 'রো-কো' জুটি। সেই সময়েই হাসতে হাসতে রোহিত বলেন, "আরে ভাই আমি রিটায়ার করছি না, এদের যে কীসব মনে হয়।" রোহিতের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এমন কথা শুনে হেসে ফেলেন বিরাটও।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত সাফ জানিয়ে দেন, এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না তিনি। রোহিতের কথায়, “এখনই ভবিষ্যৎ নিয়ে কোনওরকম চিন্তাভাবনা নেই। যেমন চলছে, তেমনই চলবে। ভারতের হয়ে খেলাটা উপভোগ করি। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। সবাই সেই গর্বের জন্য খেলে।” ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়েও এখনই কিছু ভাবতে চান না হিটম্যান। আপাতত ক্রিকেট খেলা এবং দলের সঙ্গে থাকাটা উপভোগ করতে চান তিনি।
