shono
Advertisement
Rohit Sharma

'শেষবারের মতো...', অজিভূম থেকে 'বিদায়বার্তা' রোহিতের, তৈরি ভবিষ্যৎ পরিকল্পনাও!

কী পরিকল্পনা রয়েছে হিটম্যানের?
Published By: Arpan DasPosted: 06:54 PM Oct 26, 2025Updated: 06:54 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরেই নেওয়া হয়েছিল, তিনি ফুরিয়ে গিয়েছেন। তাঁর ডানা ছাঁটাও শুরু হয়। তাঁকে সরিয়ে অধিনায়ক করা হয় শুভমান গিলকে। কিন্তু তাতে কি? সব কিছু ভুলে সাত মাস পর আন্তর্জাতিক ওয়ানডে’তে ফিরে পারথে ব্যর্থতার পরের দুই ম্যাচে যে খেলাটা খেললেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অ্যাডিলেডে ৭৩-র পর, সিডনিতে সেঞ্চুরি-'কামব্যাক হো তো অ্যাইসা!' আর তারপরই সোশাল মিডিয়ায় 'বিদায়বার্তা' হিটম্যানের।

Advertisement

না, ক্রিকেট থেকে নয়। অস্ট্রেলিয়া থেকে। নিজেই স্বীকার করে নিয়েছেন, আর অস্ট্রেলিয়ায় ফিরবেন কি না জানেন না। সিডনি বিমানবন্দরে ঢোকার সময় একটি ছবি দিয়েছেন রোহিত। পিছন থেকে তোলা ছবিটায় হাত তুলে বিদায় বানাচ্ছেন। সঙ্গে লেখা, 'শেষবারের মতো, সিডনি থেকে বিদায়।' সঙ্গে একটি মুষ্টিবদ্ধ হাতে ঘুসির ইঙ্গিত। স্পষ্টতই হাল ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তাঁকে দেখা যাবে।

আর সেখানে বিশেষ চমকও থাকতে পারে। যা ফাঁস করলেন রোহিতের বন্ধু ও প্রাক্তন কোচ অভিষেক নায়ার। তিনি জানান, প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিতকে আরও ফিট দেখা যেতে পারে। নায়ারের বক্তব্য, "তিনমাস ধরে ও প্রচুর পরিশ্রম করেছে। প্রিয় খাবার খায়নি, কঠোর অনুশীলন করেছে। পরেরবার যখন ওকে খেলতে দেখবেন, তখন হয়তো দেখবেন, আরও কয়েক কিলো ওজন কমে গিয়েছে।"

আসলে এই সিরিজের আগে রোহিত ১১ কিলো ওজন কমিয়েছিলেন। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নায়ার। সোশাল মিডিয়ায় মেদযুক্ত চেহারায় নিজের ছবি দেখেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ওজন কমানোর ব্যাপারে মনস্থ হন। টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে, তখন প্রাক্তন কোচ অভিষেক নায়ারের কাছে ট্রেনিং করতেন রোহিত শর্মা। ছিপছিপে মেদহীন চেহারাতে অস্ট্রেলিয়ায় বড় রান করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধরেই নেওয়া হয়েছিল, তিনি ফুরিয়ে গিয়েছেন। তাঁর ডানা ছাঁটাও শুরু হয়।
  • তাঁকে সরিয়ে অধিনায়ক করা হয় শুভমান গিলকে। কিন্তু তাতে কি?
  • সাত মাস পর আন্তর্জাতিক ওয়ানডে’তে ফিরে পারথে ব্যর্থতার পরের দুই ম্যাচে যে খেলাটা খেললেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
Advertisement