সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক আইপিএলের আগেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন থাকে, এটাই কি শেষ? মহেন্দ্র সিং ধোনি কি আর আইপিএল খেলবেন না? তবে প্রত্যেকবারই টুর্নামেন্ট শেষে মাহি জানিয়ে দেন, এখনও ফুরিয়ে যাননি। পরের বছর ফের খেলতে নামবেন। কিন্তু এবার কি ক্যাপ্টেন কুল সত্যিই অবসর নিচ্ছেন? ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা বাড়াচ্ছে তাঁর টিশার্ট।
ব্যাপারটা ঠিক কী? আইপিএল শুরুর আগে প্রস্তুতি শুরু করেছে সব দলই। গত কয়েকদিন ধরে বিশ্বের নানা প্রান্ত থেকে চেন্নাইয়ে এসে হাজির হয়েছেন সিএসকে ক্রিকেটাররা। সেই মতোই বুধবার ধোনিও পৌঁছে যান চেন্নাইয়ে। বিমানবন্দর থেকে বেরনোর সময়ে স্বভাবতই ভক্তরা ঘিরে ধরেন মাহিকে। সেসময়ে সকলের নজরকাড়ে ধোনির কালো টিশার্ট। ধোনির আগমনের ছবি পোস্ট করা হয় চেন্নাই সুপার কিংসের সোশাল মিডিয়ায়। তারপর থেকেই জল্পনা, কালো টিশার্টে কি বিশেষ কোনও বার্তা দিতে চাইছেন ক্যাপ্টেন কুল?
কেন এমন জল্পনা? নেটিজেনদের একাংশের মতে, ধোনির কালো শার্টের উপর সাদা রঙের যে আঁকিবুকি, সেটা নিছক কোনও নকশা নয়। সেটা আসলে মর্স কোড। উল্লেখ্য, সেনা-সহ নানা ক্ষেত্রে সাংকেতিকভাবে বার্তা আদানপ্রদানের জন্য এই মর্স কোড ব্যবহৃত হয়। আপাতদৃষ্টিতে এই মর্স কোড দেখে মনে হয় সেটি কতগুলি রেখা এবং বিন্দুর সমষ্টি। কিন্তু তার মধ্যে লুকিয়ে রয়েছে বিশেষ কোনও বার্তা। যেহেতু ধোনি নিজে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত, সেজন্যই মর্স কোডের মাধ্যমে বার্তা দেওয়ার তত্ত্ব আরও জোরাল হচ্ছে।
কিন্তু ধোনির টিশার্টে কি সত্যিই অবসর নেওয়ার বার্তা দেওয়া হয়েছে? নেটিজেনদের দাবি, ধোনির টিশার্টের মর্স কোড অনুযায়ী লেখা রয়েছে, 'ওয়ান লাস্ট টাইম।' অর্থাৎ শেষবারের মতো খেলতে নামছেন। যদিও চ্যাট জিপিটির মতে, ধোনির টিশার্টে 'লাস্ট' শব্দের কোড ভুল রয়েছে। কিন্তু নেটিজেনদের মতে, ধোনি সবসময় অভিনব ঢঙে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। জীবনের শেষ পর্বে এসেও সেই একইভাবে সরে দাঁড়াতে পারেন তিনি।
