সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতৌদির নাম সরিয়ে তেণ্ডুলকর-অ্যান্ডারসনের নামে সিরিজের নামকরণ নিয়ে বিতর্ক তুঙ্গে। এমনকি ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকরকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি নেটিজেনরা। প্রবল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন শচীন। মাস্টার ব্লাস্টার স্পষ্ট জানিয়েছেন, পতৌদির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সবরকমভাবে চেষ্টা করেছেন তিনি।
২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। যে সিরিজের আগের নাম ছিল পতৌদি ট্রফি। বর্তমানে এই সিরিজের নাম তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। নামবদল নিয়ে কম বিতর্ক হয়নি। পতৌদির ঐতিহ্য মুছে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগও উঠেছে। কিন্তু এত বিতর্কের মধ্যেও সিরিজের নাম বদলাচ্ছে না। জানা গিয়েছে, সিরিজ শুরুর আগের দিন অর্থাৎ ১৯ জুন আনুষ্ঠানিকভাবে এই সিরিজের নাম ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে এই সিরিজের নামকরণ হবে। কিন্তু আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে যাবতীয় জাঁকজমক বাতিল করা হয়েছে।
পতৌদি ট্রফির নাম পরিবর্তনের পরেই সরব হয়েছিলেন স্বয়ং শচীন তেণ্ডুলকর, যাঁর নামে নতুন করে সিরিজের নামকরণ করা হয়েছে। জানা যাচ্ছে, তিনি ইংল্যান্ড বোর্ডকে অনুরোধ করেছেন, পতৌদির ঐতিহ্য বজায় রাখতে। পরে বিসিসিআইয়ের সঙ্গে শচীন এই বিষয়ে কথা বলেন। তারপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, সিরিজজয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে মেডেল অফ এক্সেলেন্স। পতৌদিকে সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হবে।
তবে এতকিছুর পরেও কমছে না সমালোচনার ঝড়। একটি পডকাস্টে সেসব নিয়েই মুখ খুলেছেন শচীন। তিনি বলেন, "পতৌদির ঐতিহ্য বাঁচিয়ে রাখা দরকার। ভারতীয় ক্রিকেটে পতৌদি পরিবারের অবদান অনস্বীকার্য। আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। জয় শাহ, বিসিসিআই, ইসিবি-সকলের সঙ্গে কথা বলেছি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, পতৌদি মেডেল দেওয়া হবে সিরিজজয়ী অধিনায়ককে। তবে সিরিজের নামকরণের সিদ্ধান্ত পুরোপুরিভাবে দুই বোর্ডের। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি পতৌদির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে।" তবে শচীনের সাফাইয়ের পর কি বিতর্কের ঝড় থামবে?
