সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে 'সুদর্শন' সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি করেছিলেন ৮৭ রান। সেই সাই সুদর্শন (Sai Sudarshan) ইডেন টেস্টে বাদ পড়লেন। টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্তের সারবত্তা খুঁজে পাচ্ছেন না অনেকেই। সাইয়ের বাদ পড়া দেখে 'অবাক' হয়েছেন অনিল কুম্বলে, আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটাররা। অন্যদিকে, নেটিজেনরা বলছেন বঞ্চনার শিকার হয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তাঁদের মতে, তিন নম্বর জায়গা নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার চলছে।
এক্স হ্যান্ডলে আকাশ চোপড়া লেখেন, 'ইডেনে খেলা উচিত ছিল সাইয়ের। এই টেস্টে একজন বোলার কম ওভার বল করবে বলেই মনে হয়।' কুম্বলের মতে, দলে চার স্পিনার খেলানোর কোনও যুক্তি নেই। তিনি বলছেন, "দল দেখে সত্যিই অবাক হয়েছি। সাই সুদর্শনের খেলার ব্যাপারে নিশ্চিত ছিলাম। কিন্তু ওকে বাদ দিয়ে তিন নম্বরে রাখা হল ওয়াশিংটন সুন্দরকে। এর অর্থ, বোলিংয়ের উপর ভরসা করছে। কিন্তু কম্বিনেশনটা দেখুন। চার স্পিনার, দুই পেসার। একেবারে অস্বাভাবিক ব্যাপার।"
অর্থাৎ কুম্বলেও বুঝিয়ে দিলেন, নিশ্চিতভাবেই একজন স্পিনার কম ওভার পাবেন। তিনি আরও বলেন, "এটা যেন অলরাউন্ডারদের দল। সেখানে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল ও শুভমান গিলই বিশেষজ্ঞ ব্যাটার। পন্থ, জুরেল, অক্ষর, ওয়াশিংটন সবাই তো অলরাউন্ডার। আমার মনে হয়, ভারত এখন সমস্ত ফরম্যাটেই এমন দল নিয়ে খেলবে।"
নেটিজেনরাও প্রাক্তনদের সুরে সুর মিলিয়ে বলছেন, 'এটা দুর্ভাগ্য যে ভারতীয় দল এখনও তিন নম্বর জায়গাটা ঠিক করতে পারল না। আসলে তিন নম্বর জায়গা নিয়ে সমস্যা অনেক দিনের। সেই জায়গা নিয়ে তো মিউজিক্যাল চেয়ার চলেছে।' তিনে কি ওয়াশিংটন সুন্দর 'ফিট' করবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তাছাড়া দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ধ্রুব জুরেল রয়েছেন। তাঁকে কি তিনে পাঠানোর সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট? তা অবশ্য জানা যায়নি। তবে সাই সুদর্শনের মতো তারকা বাদ পড়ায় রাগে ফুঁসছেন অনেকেই।
