সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরফরাজ খান (Sarfaraz Khan)। প্রতিভাবান, কিন্তু 'বঞ্চিত'। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করেও জাতীয় দলে 'ব্রাত্য' থাকছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও দারুণ পারফর্ম করেছেন। আইপিএল নিলামে (IPL Auction 2026) তার 'মূল্য'ও পেলেন। চেন্নাই সুপার কিংস তাঁকে ন্যূনতম মূল্য ৭৫ লক্ষ টাকায় কিনে নিয়েছে। তারপর যেন উচ্ছ্বাস ধরে না সরফরাজের। আনন্দে উৎফুল্ল হয়ে সোশাল মিডিয়ায় কী লিখলেন?
২০২৪-এ ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই নজর কেড়েছিলেন সরফরাজ খান। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি। তারপরও দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে সরফরাজ ধারাবাহিক রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বইকর ব্যাটারের রান সংখ্যা সাড়ে চার হাজারের বেশি। ১৬টি সেঞ্চুরি আছে। ট্রিপল সেঞ্চুরিও আছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন তিনি। পরে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেললেও কখনই নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। গত দু'বছর দলই পাননি।
তবে ঘরোয়া ক্রিকেটে যে আগুনে ফর্মে আছেন তিনি, তাতে মনে হচ্ছে এবার হয়তো কামব্যাক হবে সরফরাজের। চেন্নাই সুপার কিংস তাঁকে সুযোগ দেওয়ায় সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক ব্যক্তি প্রবল উল্লাস প্রকাশ করছেন। সঙ্গে তিনি লিখেছেন, 'নতুন জীবন দেওয়ার জন্য সিএসকে'কে অসংখ্য ধন্যবাদ।'
প্রথম দফার নিলামে অবিক্রীত ছিলেন সরফরাজ। শেষের দিকে তাঁকে কেনে চেন্নাই। তারপর সোশাল মিডিয়ায় সরফরাজের একটি ইনিংসের ভিডিও শেয়ার করেছে সিএসকে। যেখানে দুরন্ত ইনিংসের পর সরফরাজ 'পুশ আপ' দিয়েছিলেন। হলুদ জার্সিতেও কি সেরকম ইনিংস দেখা যাবে?
