সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ক পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana-Palash Muchhal Wedding)। তারপরেই ধস নামল পলাশের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যায়! জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষের মতো ভারতীয় দলের একঝাঁক ক্রিকেটার আনফলো করে দিয়েছেন পলাশকে। অন্যদিকে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন পলাশও। সব মিলিয়ে রূপকথার বিয়ের বদলে তিক্ততায় শেষ হল 'পালরিতি'র গল্প।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি।
রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে স্মৃতি জানান, পলাশের সঙ্গে বিয়ে ভাঙছেন তিনি। কেন এই সিদ্ধান্ত, সেই নিয়ে কিছু বলেননি বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তারপর থেকেই শুরু হয় আনফলোর ঢল। প্রথমেই স্মৃতি এবং পলাশকে আনফলো করেন একে অপরকে। পলাশের বোন, বিখ্যাত গায়িকা পলক মুছলও স্মৃতিকে আনফলো করেন। নিজের সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেন স্মৃতির সমস্ত ছবি। বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেওয়া #palritiweddingও সরিয়ে দেন। অন্যদিকে, স্মৃতির ছবি নিজের ইনস্টাগ্রামে রাখলেও প্রপোজ করার ভিডিও সরিয়ে দিয়েছেন পলাশ।
নিজের ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত ছবি আগেই মুছে ফেলেছিলেন স্মৃতি। বিয়ে ভাঙার পর পলাশের সব ছবিও সরিয়ে দিয়েছেন। তারকা ব্যাটারের দাদা শ্রবণ মন্ধানা থেকে শুরু করে টিম ইন্ডিয়ার সতীর্থ-সকলেই আনফলো করেছেন পলাশকে। শুধু তাই নয়, নেটিজেনরাও অনেকে দাবি করছেন যে পলাশকে তাঁরা আনফলো করে দিয়েছেন। পলাশকে আনফলো করা নেটিজেনের সংখ্যাটা বেশ বড় হবে বলেই মনে করা হচ্ছে।
