shono
Advertisement
Shilpa Shetty

চাঞ্চল্য রাজস্থান রয়্যালসে! দুর্নীতি ফাঁসের হুমকি শিল্পা শেট্টির স্বামীর, কার উপর চটলেন?

ভারতীয় ক্রিকেট বোর্ডকেও ট্যাগ করেছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 08:24 PM Jun 01, 2025Updated: 08:30 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল থেকে রাজস্থান রয়্যালস ছিটকে গিয়েছে অনেক আগেই। পয়েন্ট টেবিলের নবম স্থানে শেষ করেছে তারা। এমন হতাশাজনক পারফরম্যান্সের আবহে হঠাৎ শিরোনামে উঠে এসেছে তাদের প্রাক্তন মালিক রাজ কুন্দ্রার নাম। তাঁর পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য।

Advertisement

রাজ কুন্দ্রা তাঁর অফিশিয়াল লিঙ্কডইনে তিনি আর্থিক দুর্নীতি ফাঁস করবেন বলে হুমকি দিয়েছেন। সোমাবার সাংবাদিকদের সামনে তিনি এক প্রোমোটারের বিরুদ্ধে দুর্নীতির ঝাঁপি খুলে দেওয়া হবে জানিয়েছেন। তিনি লেখেন, "খুব তাড়াতাড়ি সমস্ত তথ্য আমি প্রকাশ্যে আনব। সে যেভাবে আর্থিক দুর্নীতি করেছে, তা অবশ্যই জনসমক্ষে আসবেই আসবে। ওই প্রোমোটারের সঙ্গে জড়িত সমস্ত গোপন লেনদেন ফাঁস করব। শীঘ্রই সত্যিটা সামনে আসবে। তথ্যই সমস্ত কথা বলবে।"

প্রসঙ্গত, সম্পর্কে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তিনি 'কর্ম বল' শব্দ-সহ একটি ছবিও শেয়ার করেছেন। এখানেই শেষ নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডকেও ট্যাগ করেছেন। এতেই বোঝা যাচ্ছে, দমবার পাত্র নন তিনি। ২০০৯ সালে রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি রাজস্থান রয়্যালসের ১১.৭ শতাংশ শেয়ার প্রায় ১৫.৪ মিলিয়ন ডলারে কিনেছিলেন। তবে ২০১৫ সালে রাজের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ ওঠায় দলের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন হয়।

রাজ এহেন ঘোষণা অ্যামাজন প্রাইমে রিয়েলিটি শো দ্য ট্রেইটার্সের ট্রেলার লঞ্চের ঠিক পরেই করেন। রাজ কুন্দ্রা এই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণকারীদের একজন। করণ জোহরের সঞ্চালনায় এই শোতে ২০ জন সেলিব্রিটি প্রতিযোগী বড় নগদ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও এই শোয়ের সঙ্গে রাজের ঘোষণার কোনও যোগসূত্র নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল থেকে রাজস্থান রয়্যালস ছিটকে গিয়েছে অনেক আগেই।
  • এমন হতাশাজনক পারফরম্যান্সের আবহে হঠাৎ শিরোনামে উঠে এসেছে তাদের প্রাক্তন মালিক রাজ কুন্দ্রার নাম।
  • তাঁর পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য।
Advertisement