সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় মাস ছয়েক হল টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তারপর ভারত ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে এসেছে। কিন্তু ঘরের মাঠে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের অবস্থা শোচনীয়। অনেকেই মনে করেন, বিরাট কোহলি থাকলে হয়তো ভারতীয় দলের হাল এরকম হত না। বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীও ঠিক সেটাই বলছেন। তাঁর বক্তব্য, টেস্টের বদলে কোহলি বরং ওয়ানডে থেকে অবসর নিতে পারত।
কোহলির সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ক্রিকেটার শ্রীবৎস সোশাল মিডিয়ায় লিখেছেন, 'বিরাটের উচিত ছিল ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেওয়া এবং টেস্ট ক্রিকেট খেলতে থাকা। অন্তত যতক্ষণ না ফুরিয়ে যায়। টেস্ট ক্রিকেট ওকে মিস করছে। শুধু একজন প্লেয়ার হিসেবে নয়। দেশের হয়ে খেলার সময় মাঠে যে প্রাণশক্তি, ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটত, সেটাতে দলের মধ্যে বিশ্বাস জন্মাত, আমরা যে কোনও পরিস্থিতি থেকে জিততে পারি।'
অনেকেই মনে করেন, কোহলির আচমকা টেস্ট অবসরের নেপথ্যে গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর খারাপ সম্পর্ক দায়ী। তাঁর পরপরই অবসর নেন রোহিত শর্মাও। এটা ঠিক যে, শেষের দিকে দুই মহাতারকাই লাল বলে ছন্দে ছিলেন না। বিশেষ করে লাল বলের ক্রিকেটে বারবার অফ স্টাম্পে খোঁচা দিয়ে আউট হয়েছেন কোহলি। আবার ওয়ানডে বিশ্বকাপে দু'জনের খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শ্রীবৎসের বক্তব্যে অনেকেই সহমত প্রকাশ করছেন।
