shono
Advertisement
Shreyas Iyer

একেই বলে কামব্যাক! দু'বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন শ্রেয়স, বিশ্বকাপে সুযোগ পাবেন?

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে যা সূর্যকুমার যাদবদের শেষ পরীক্ষা।
Published By: Arpan DasPosted: 09:50 PM Jan 16, 2026Updated: 10:09 PM Jan 16, 2026

একেই বলে কামব্যাক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ঢুকলেন শ্রেয়স আইয়ার। যিনি ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ৩ ডিসেম্বর। অর্থাৎ দু'বছরের বেশি সময় আগে। যদিও তারপর নিয়মিত পারফর্ম করেছেন। এবার বিশ্বকাপের ঠিক আগেই প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য জাতীয় দলে ফিরলেন শ্রেয়স। কিউয়িদের বিরুদ্ধে সিরিজে চোটের জন্য ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় এলেন রবি বিষ্ণোই। প্রথম তিন ম্যাচে নেই তিলক বর্মা।

Advertisement

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে যা সূর্যকুমার যাদবদের শেষ পরীক্ষা। কিন্তু সেই সিরিজের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিলক। এশিয়া কাপের নায়ক তিলক যে খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল। আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান সুন্দর। দু'জনেই বিশ্বকাপের দলে আছেন। সেখানে তাঁরা খেলতে পারবেন কি না, সেই নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁদের বদলি হিসেবে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার ও স্পিনার রবি বিষ্ণোইকে।

বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, 'তিলক বর্মাকে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। শুক্রবার তিনি হায়দরাবাদে ফিরে যাবেন। তিলক এখন ভালো আছেন, উন্নতি করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে তিলক খেলতে পারবেন না, বাকি দুটি ম্যাচে খেলবেন কি না, তা পরীক্ষা সাপেক্ষা।' অন্যদিকে সুন্দরকে নিয়ে বলা হয়েছে, 'সুন্দরকে বিশ্রাম নিতে বলা হয়েছে। তারপর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর পরীক্ষা হবে।' ওয়ানডে সিরিজে সুন্দরের বদলি হিসেবে নেওয়া হয়েছে আয়ুষ বাদোনিকে।

অন্যদিকে শ্রেয়সকে কেন টি-টোয়েন্টি দলে নেওয়া হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ ছিল ক্রিকেটভক্তদের। আইপিএল বা ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। এবার জাতীয় দলে কামব্যাক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

ভারতের নতুন টি-টোয়েন্টি স্কোয়াড:  সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (প্রথম তিনটি টি-টোয়েন্টি), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষান, রবি বিষ্ণোই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement