চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) হাফসঞ্চুরি মিস করলেও বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ করেন। সঙ্গে একটা রেকর্ডেরও সাক্ষী থাকলেন। চোখের সামনে রেকর্ড তৈরি হতে দেখে খুশি চোট সারিয়ে কামব্যাক করা তারকা ব্যাটার।
রেকর্ড অবশ্য শ্রেয়স নিজে করেননি। রেকর্ডটা বিরাটের। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন কোহলি। যা নিয়ে শ্রেয়স বলছিলেন, "বিরাটের ইনিংস নিয়ে যতই বলা হোক না কেন, সেটা কমই হবে। বহু বছর ধরেই এটা আমরা দেখে আসছি। বিরাট ধারাবাহিকভাবে এভাবে পারফর্ম করে আসছে। যেভাবে স্ট্রাইক রোটেট করছিল, যেভাবে বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করছিল, সেটা এক কথায় অনবদ্য।"
"বিরাটের ইনিংস নিয়ে যতই বলা হোক না কেন, সেটা কমই হবে। বহু বছর ধরেই এটা আমরা দেখে আসছি। বিরাট ধারাবাহিকভাবে এভাবে পারফর্ম করে আসছে।"
নিজের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট শ্রেয়স। অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন। তারপর মাস তিনেক মাঠের বাইরে থাকতে হয়েছিল। প্রত্যাবর্তনেই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন। শ্রেয়সের কথায়, “সিরিজের শুরুটা ভালোভাবে হল। বেশ কিছু দিন পর আবার ভারতীয় দলে ফিরলাম। দারুণ লাগছে। ড্রেসিংরুমে সবার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো দারুণ অনুভূতি। গত কয়েক মাস ধরে সেটা মিস করছিলাম।"
যে বিরাটের ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ শ্রেয়স, সেই কিং কোহলিকে টপকে যাওয়া হাতছানি রয়েছে মুম্বইকরের সামনে। বর্তমানে শ্রেয়সের আন্তর্জাতিক ওয়ানডেতে রান ২৯৬৬। আর ৩৪ রান করলেই ওয়ানডে ক্রিকেটে ৩ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাবেন। রাজকোটে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে যদি এই রান করতে পারেন শ্রেয়স, তাহলেই তিনি টপকে যাবেন বিরাটকে। দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ানডেতে তিন হাজার রান করার তালিকায় নজির গড়বেন চোট সারিয়ে ফেরা ব্যাটার। বর্তমানে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। প্রথম স্থানে শিখর ধাওয়ান। ৭২ ইনিংসে ৩ হাজার রান পূরণ করেছেন শিখর। সেই নজিরও ভাঙতে পারেন শ্রেয়স।
