shono
Advertisement
Shreyas Iyer

লাল বলের ক্রিকেটে অনির্দিষ্টকালীন 'বিশ্রামের' আর্জি! টেস্ট কেরিয়ার শেষ শ্রেয়সের?

বিসিসিআইকে নাকি জানিয়েও দিয়েছেন তারকা ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 12:06 PM Sep 24, 2025Updated: 12:06 PM Sep 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা হয়নি। এশিয়া কাপের টিমেও জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। সেই ব্রাত্যই থেকে যান তিনি। সুযোগ ছিল ভারত 'এ' দলের হয়ে পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের জায়গা ছিনিয়ে নেওয়ার। কিন্তু পারফর্ম তো দূরের কথা, ম্যাচ শুরুর ১ ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নেন শ্রেয়স। জানা গিয়েছে, লাল বলের ক্রিকেটে খেলতে আদৌ আগ্রহীই নন তিনি।

Advertisement

কিন্তু কেন এই সিদ্ধান্ত? মঙ্গলবার অজি এ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার কথা ছিল ভার‍ত এ দলের। কিন্তু সেই ম্যাচ শুরুর আগে আচমকাই দল ছেড়ে বেরিয়ে যান শ্রেয়স। জানা গিয়েছে, পিঠের পেশির সমস্যায় ভুগছেন তিনি। যে কারণে চারদিনের বেশি মাঠে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠছে। যতদিন না তাঁর শরীর বড় ফরম্যাটের জন্য তৈরি হচ্ছে, ততদিনের জন্য বিশ্রাম নেবেন। শ্রেয়স জানিয়েছেন যে, গতবছর একই সমস্যা নিয়ে রনজি খেলেছিলেন। তবে এবার আর সেটা করবেন না। ফলে লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল কি না, সেই প্রশ্ন উঠছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "শ্রেয়স লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চায়। ও নিজেই সেটা আমাদের জানিয়েছে। তাতে ভালোই হয়েছে। কারণ নির্বাচকদের কাছেও ওর ভবিষ্যৎ নিয়ে একটা ছবি তৈরি হয়ে গেল। আগামী কয়েক মাস শ্রেয়স লাল বলের ক্রিকেটে খেলবে না। তারপর কী করবে, সেটা ফিজিও ও ট্রেনাররা আলোচনা করে ঠিক করবেন। তারপরই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।"

ওয়ানডে ফরম্যাটে শ্রেয়স অপরিহার্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা প্রমাণ করেছেন। টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও লড়াই ছাড়তে নারাজ। সেই তুলনায় টেস্ট দলে স্থান পাওয়া মুশকিল। অনেকের মতে, লাল বলের ক্রিকেটের জন্য তাঁকে ভাবাই হচ্ছে না। এদিকে সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দ্রুত দলও ঘোষণা হয়ে যাবে। তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা হয়নি।
  • সুযোগ ছিল ভারত 'এ' দলের হয়ে পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের জায়গা ছিনিয়ে নেওয়ার।
  • কিন্তু পারফর্ম তো দূরের কথা, ম্যাচ শুরুর ১ ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নেন শ্রেয়স।
Advertisement