shono
Advertisement
Shreyas Iyer

মায়ের বলে ক্লিন বোল্ড শ্রেয়স, নেটিজেনরা বলছেন, 'আন্টি, পরের টেস্টে খেলবেন?'

মিষ্টি ভিডিওতে মজে ক্রিকেটভক্তরা।
Published By: Arpan DasPosted: 12:43 PM Jul 01, 2025Updated: 12:43 PM Jul 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে। টেস্ট দলে নেই শ্রেয়স আইয়ার। কিন্তু তা বলে ক্রিকেট থেকে দূরে থাকা যায়? ঘরের মধ্যেই অনুশীলনে ব্যস্ত ভারতীয় তারকা। আর সেখানে মায়ের হাতে ক্লিন বোল্ড হয়ে গেলেন শ্রেয়স। সেই মিষ্টি ভিডিওতে মজে নেটপাড়া।

Advertisement

পাঞ্জাব কিংসের তরফ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, 'এই একবারই সরপঞ্চ আউট হয়ে অখুশি হবে না'। পাঞ্জাব কিংসের সমর্থকরা ভালোবেসে তাদের অধিনায়ককে 'সরপঞ্চ' বলে ডাকেন। ভিডিওয় দেখা যায়, ঘরের মধ্যে শ্রেয়সের মা রোহিণী আইয়ারের করা প্রথম বলটা আটকে দেন পাঞ্জাব অধিনায়ক। কিন্তু পরের বলটিতেই ক্লিন বোল্ড হয়ে যান তিনি।

এই ভিডিওয় মজেছে নেটিজেনরা। মজার মজার কমেন্টও করছেন। একজন লিখেছেন, 'আন্টি, ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে আপনাকে পাওয়া যাবে?' ইংল্যান্ডে টেস্ট সফরে ভারত প্রথম ম্যাচে হেরে গিয়েছে। আরেকজন লিখেছেন, 'একটা বাউন্সার, তারপরের বলেই ইয়র্কার। উইকেট তো লেখাই ছিল।' অনেকে বলছেন, 'আরও বাউন্সার দিন'। উল্লেখ্য, শ্রেয়সের শর্ট বলে দুর্বলতা ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা আইপিএলে দেখা গিয়েছে, সেই দুর্বলতা অনেকটাই কাটিয়ে ফেলেছেন তিনি।

তবু ইংল্যান্ড সফরে ডাক মেলেনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পর কেন শ্রেয়স বাদ পড়লেন, সেই নিয়ে বিতর্ক উঠেছে। তবে পাঞ্জাবের শেয়ার করা ভিডিওর বক্তব্যের সঙ্গে প্রায় সকলেই সহমত, 'শ্রেয়স আইয়ার বনাম মা: ঘরের মধ্যে এটাই তো আসল বিশ্বকাপ ফাইনাল'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে। টেস্ট দলে নেই শ্রেয়স আইয়ার।
  • কিন্তু তা বলে ক্রিকেট থেকে দূরে থাকা যায়? ঘরের মধ্যেই অনুশীলনে ব্যস্ত ভারতীয় তারকা।
  • আর সেখানে মায়ের হাতে ক্লিন বোল্ড হয়ে গেলেন শ্রেয়স। মিষ্টি ভিডিওতে মজে নেটপাড়া।
Advertisement