সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটই অস্ত্র, ক্রিকেটই সম্বল। ক্রিকেট যেন মনখারাপের ওষুধ। চব্বিশ ঘণ্টা আগে বিয়ে ভেঙেছে। স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) উপর দিয়ে কী ঝড় বয়ে গিয়েছে, তা হয়তো শুধু তিনিই জানেন। কিন্তু 'শো মাস্ট গো অন'। ফের বাইশ গজে ফিরলেন স্মৃতি। যা দেখে নেটিজেনরা বলছেন, 'কুইন' তাঁর রাজত্বে ফিরলেন।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তখনই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। পরদিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পলাশকেও। প্রায় তিনদিন চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পান দু’জনে। তবে এই সময়ের মধ্যেই জল্পনা ছড়ায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে।
সেই জল্পনায় সিলমোহর দেয়নি কোনও পক্ষ। তবে পলাশের সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে স্থগিতই করে দিয়েছেন স্মৃতি। সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি মনে করিয়ে দিয়েছেন, দেশের হয়ে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে তাঁর মধ্যে। বাকি রয়েছে আরও অনেক ট্রফি জেতা। আপাতত সেখানেই মন দিতে চান বিশ্বজয়ী ক্রিকেটার। সেটা শুরুও হয়ে গেল। যে ক্রিকেট তাঁর ধ্যানজ্ঞান, সেটাকে হাতিয়ার করেই যেন হৃদয়ভঙ্গের যন্ত্রণা ভুলতে চান।
স্মৃতির দাদা শ্রাবণ মন্ধানা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন স্মৃতির ব্যাটিংয়ের ছবি। হেলমেট, গ্লাভস, প্যাডে 'সুসজ্জিত' তিনি। নজর তীক্ষ্ম, মনঃসংযোগে ঘাটতি নেই। সম্ভবত নিজের বাড়িতেই অনুশীলন করছেন তিনি। ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু। আপাতত সেদিকেই নজর স্মৃতির।
