shono
Advertisement
Smriti Mandhana

প্রথম ভারতীয় মহিলা হিসাবে নয়া নজির স্মৃতির, ইংল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারাল ভারত

গিলরা হারলেও জিতলেন স্মৃতিরা।
Published By: Subhajit MandalPosted: 10:50 AM Jun 29, 2025Updated: 10:50 AM Jun 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে বেনজির কীর্তি। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ তিন ফরম্যাটেই সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধানা। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি- টোয়েন্টিতে ৬২ বলে ১১২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। স্মৃতির ওই সেঞ্চুরিতে ভর করেই প্রথম ম্যাচে বিরাট জয় পেল ভারত।

Advertisement

শুভমান গিলরা লিডসে প্রথম টেস্টে হেরেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখাল ভারতীয় মহিলা টিম। ট্রেন্টব্রিজে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী মেজাজে পাওয়া গেল মন্ধানাকে। শুরু থেকে মারমার কাটকাট ব্যাটিং করতে থাকেন ভারত অধিনায়ক। ১৫ বাউন্ডারি আর তিনটে ছয় দিয়ে সাজানো ইনিংসে ১১২ রান করলেন মন্ধানা। এটাই স্মৃতির প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে তিন ফরম্যাটেই সেঞ্চুরির নজির গড়লেন তিনি।

শনিবার মান্ধানা আর শেফালি ভার্মার (২০) ওপেনিং জুটিতে ওঠে ৭৭ রান। তখনই বোঝা যাচ্ছিল ভারত বড় রান তুলবে। শেষমেশ যে সেটা দু'শো পেরোল, তা স্রেফ মান্ধানার ইনিংসের জন্যই। হারলিন দেওলও ২৩ বলে ৪৩ রানের দাপুটে ইনিংস খেললেন। ভারত তুলল ২০ ওভারে ২১০/৫। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় ইংল্যান্ড। নয় রানের মধ্যে দুই উইকেট চলে যায় তাদের। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় তারা।  ইংল্যান্ডের ন্যাট শিভার ব্রান্ট বাদে আর কেউ ন্যূনতম লড়াইটুকু করতে পারেননি। অভিষেক ম্যাচে শ্রীচরণি ১২ রানে ৪ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব। ৯৭ রানে জিতে যায় ভারত। টি-২০ ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় পরাজয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে বেনজির কীর্তি।
  • টেস্ট, ওয়ানডে এবং টি-২০ তিন ফরম্যাটেই সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধানা।
  • শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি- টোয়েন্টিতে ৬২ বলে ১১২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি।
Advertisement