shono
Advertisement
Snehasish Ganguly

অসুস্থ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

মঙ্গলবার ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
Published By: Arpan DasPosted: 12:32 PM Jun 17, 2025Updated: 01:33 PM Jun 17, 2025

আলাপন সাহা: আচমকা অসুস্থ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। মঙ্গলবার ভোরে পেটে ব্যথার জন্য তাঁকে শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, খাদ্যে সংক্রমণের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রাখা হয়েছে স্নেহাশিসকে। 

Advertisement

সোমবার রাতেও সিএবিতে দীর্ঘসময় ছিলেন তিনি। সেখানকার কাজকর্ম সামলান। জানা যাচ্ছে, সোমবার রাতে বাইরে থেকে খাবার আনানো হয়েছিল। রাত থেকেই অস্বস্তি বোধ করতে শুরু করেন স্নেহাশিস। মঙ্গলবার ভোরে সেটা ক্রমশ বাড়তে থাকে। ঝুঁকি না নিয়ে পরিবারের তরফ থেকে দ্রুত তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খাদ্যে বিষক্রিয়ার জন্যই সমস্যায় পড়েছেন সিএবি সভাপতি। স্যালাইন ও ইঞ্জেকশন চলছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। দাদাকে দেখতে সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে যেতে পারেন বলে খবর।

ইডেনে পুরোদম বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ চলছে। সেই নিয়ে ব্যস্ততা তুঙ্গে সিএবি সভাপতির। সোমবার রাতেও সেই কাজে ব্যস্ত ছিলেন স্নেহাশিস। আচমকা তিনি অসুস্থ হয়ে পড়ায় সিএবি-ও চিন্তায় পড়তে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকা অসুস্থ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
  • মঙ্গলবার ভোরে পেটে ব্যথার জন্য তাঁকে শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • জানা যাচ্ছে, খাদ্যে সংক্রমণের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
Advertisement