shono
Advertisement
Sourav Ganguly

ইংল্যান্ড সফরে সৌরভের বাজি বুমরাহ, কোহলির সাফল্যে 'খুশি' মহারাজ

ইংল্যান্ড সফরে ভালো করবে ভারতীয় দল, আশাবাদী সৌরভ।
Published By: Subhajit MandalPosted: 12:25 PM Jun 05, 2025Updated: 01:46 PM Jun 05, 2025

স্টাফ রিপোর্টার: আঠারো বছর অপেক্ষার শেষে আইপিএল ট্রফি পেয়েছে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সঙ্গে শেষ হয়েছে বিরাট কোহলির প্রতীক্ষাও। 'কিং' কোহলির সাফল্যে খুশি 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।

Advertisement

এমনিতে ভারতের দুই প্রাক্তন অধিনায়কের সম্পর্ক বিশেষ 'মসৃণ' নয়। বিশেষত সৌরভ বোর্ড সভাপতি থাকার সময়ই অধিনায়কত্ব ছাড়েন বিরাট। কোহলির সেই সিদ্ধান্তের পিছনে পূর্বসূরিকেই দায়ী করা হয়েছিল বিভিন্ন মহল থেকে। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষ ডাগআউটে বসা সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় বিরাটকে। তবে উত্তরসূরিকে নিয়ে প্রকাশ্যে সবসময়ই প্রশংসা করেছেন সৌরভ। ব্যতিক্রম হল না বুধবারও। সন্ধ্যায় হঠাৎ ইডেনে হাজির হয়েছিলেন তিনি। ছোটোখাটো বৈঠকও করলেন। তারপর ইডেন ছাড়ার আগে বিরাটের আইপিএল জয় নিয়েও অকপট সৌরভ। বলে গেলেন, "বিরাট ভালো খেলেছে। পুরো মরশুমেই ভালো পারফর্ম করেছে। আর ১৮ বছর একেবারে কম সময় নয়। কিন্তু তারপরও জিতেছে তো।" যদিও এদিন চিন্নাস্বামীর বাইরে হওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

আইপিএল এবারের মতো শেষ। সামনেই ইংল্যান্ড সফর। যে সফরে ভারতের সাফল্য অনেকটাই জসপ্রীত বুমরাহর উপর নির্ভর করছে বলে মত সৌরভের (Sourav Ganguly)। সরাসরিই বলছেন, "বুমরাহ যদি ফিট থেকে পাঁচটা টেস্টই খেলে, আমি ভারতের ভালো ফল নিয়ে আশাবাদী।" কিন্তু বিরাট-রোহিতের অনুপস্থিতি চাপে রাখবে না ভারতকে? যেখানে অধিনায়ক হিসাবে শুভমান গিলের এটাই প্রথম দায়িত্ব! সৌরভ বলছেন, "২০২১ সালে ভারত মেলবোর্ন আর ব্রিসবেনে টেস্ট জিতেছে। তখনও তো অনেকে ছিল না। বিরাট-রোহিত ছিল না। ভারতে প্রতিভার অভাব নেই। এই দলটাও ভালো। আর অধিনায়ক হিসাবে কেউই তৈরি হয়ে আসে না। তৈরি হয়ে যায়। এটাই ওর প্রথম সুযোগ। শুভমান তো আইপিএলে ভালোই ক্যাপ্টেন্সি করেছে।" টেস্ট দলে ডাক পাওয়া সাই সুদর্শনের প্রশংসা করেছেন সৌরভ। তবে ফর্মে থাকা করুণ নায়ারকে চার নম্বরে খেলানোর বিষয়টি ছাড়ছেন অধিনায়কের উপরেই।

শুধু ক্যাপ্টেনই নয়, আসন্ন সফরে ভারতের স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। তবে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে তার বিশেষ কোনও প্রভাব পড়বে না বলে আশাবাদী সৌরভ। এক্ষেত্রে উদাহরণ হিসাবে টানছেন নিজের প্রথম ইংল্যান্ড সফরের কথা। "সেবার আমার অভিষেক সিরিজ ছিল। রাহুলেরও (দ্রাবিড়)," তিন দশক আগের স্মৃতিচারণা করে বলছিলেন সৌরভ। সঙ্গে জুড়লেন, "যশস্বীও অস্ট্রেলিয়া গিয়ে সেঞ্চুরি করেছে। পাঁচ টেস্টের সিরিজ লম্বা সিরিজ। ভারত ভালো দল। ভালোই ফল করবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের সাফল্য অনেকটাই জসপ্রীত বুমরাহর উপর নির্ভর করছে বলে মত সৌরভের।
  • সরাসরিই বলছেন, "বুমরাহ যদি ফিট থেকে পাঁচটা টেস্টই খেলে, আমি ভারতের ভালো ফল নিয়ে আশাবাদী।"
  • টেস্ট দলে ডাক পাওয়া সাই সুদর্শনের প্রশংসা করেছেন সৌরভ।
Advertisement