shono
Advertisement

Breaking News

Champions League

ঝড় এমবাপে-হ্যারি কেনের, চ্যাম্পিয়ন্স লিগে 'ফাইভ স্টার' পারফরম্যান্স রিয়াল-বায়ার্নের

হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা।
Published By: Prasenjit DuttaPosted: 12:51 PM Oct 01, 2025Updated: 12:51 PM Oct 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে গোহারান হারাল রিয়াল মাদ্রিদ। বিপক্ষের ডেরায় গিয়ে এমবাপের হ্যাটট্রিকে তাদের ৫ গোলের মালা পরিয়েছে রিয়াল। অন্যদিকে, হ্যারি কেনের জোড়া গোলের সুবাদে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও।

Advertisement

ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে রিয়াল। স্কোরশিটে প্রথম নাম তোলেন কিলিয়ান এমবাপে। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ফরাসি তারকা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান এমবাপে। ৫২ মিনিটের পর ৭৩ মিনিটেও গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। ৮৩ মিনিটে কামাভিঙ্গা এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দিয়াজের গোলে ৫ গোলে জয় পায় রিয়াল।

শনিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর কাছে ৫-২ গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কাইরাতকে হারিয়ে অসাধারণ প্রত্যাবর্তন করলেন এমবাপেরা। ৬৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল তারা। গোলমুখী শট নিয়েছিল ২০টি। এর মধ্যে ১২টিই লক্ষ্যে।

অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে পর্যুদস্ত পাফোস এফসি। প্রথমার্ধেই বিপক্ষের জালে চারবার বল জড়িয়ে দেয় জার্মানির দল। ১৫ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গুয়েরেইরো। ৩১ মিনিটে বায়ার্নের হয়ে তৃতীয় গোল নিকোলাস জ্যাকসন। ৩৪ মিনিটে ফের গোল হ্যারি কেনের। প্রথমার্ধ শেষের আগে ওরসিচ ব্যবধান কমালেও লাভের লাভ কিছু হয়নি। ৬৮ মিনিটে রিয়ালকে ৫-১ গোলে এগিয়ে দেন মাইকেল ওলিসে। সেটাই ছিল জয়সূচক গোল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে গোহারান হারাল রিয়াল মাদ্রিদ।
  • বিপক্ষের ডেরায় গিয়ে এমবাপের হ্যাটট্রিকে তাদের ৫ গোলের মালা পরিয়েছে রিয়াল।
  • অন্যদিকে, হ্যারি কেনের জোড়া গোলের সুবাদে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও।
Advertisement