সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু প্রথম ম্যাচেই লজ্জাজনকভাবে হারতে হয়েছে আরসিবির কাছে। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে মরিয়া কেকেআর। কিন্তু সেই ম্যাচে নামার আগেই ধাক্কা খেল নাইটরা। চোটের কারণে এই ম্যাচে নামতে পারছেন না সুনীল নারিন। তাঁর পরিবর্তে দলে এসেছেন মইন আলি। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে।

ইডেনে হারের পর বুধবার গুয়াহাটিতে খেলতে নামছে নাইট বাহিনী। রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ঘরের মাঠ। কিন্তু এই মাঠে আবার বিশেষ নজির রয়েছে রাহানের। একটি টি-২০ ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে নাইট অধিনায়কের। তবে ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়ে গেল কেকেআর। টস করতে এসে রাহানে জানালেন, নারিন অসুস্থ। তাই ক্যারিবিয়ান তারকার পক্ষে বুধবারের ম্যাচ খেলা সম্ভব নয়। পরিবর্ত হিসাবে মইন আলিকে নামানো হবে এদিনের ম্যাচে।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন রাহানে। তাঁর মতে, যত সময় গড়াবে তত শিশিরের পরিমাণ বাড়বে। ফল ব্যাট করা আরও সহজ হবে। সেকারণেই টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক। প্রথম একাদশে একটি বদল করেছে রাজস্থানও। ফজলহক ফারুখির বদলে খেলবেন ওয়ানিন্দু হাসরাঙ্গা।
কেকেআর প্রথম একাদশ: কুইন্টন ডি'কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, মইন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেন্সার জনসন, বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
পরিবর্ত- অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, আনরিখ নখিয়া