সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে তোলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া। রবিবার ওড়িশার বারাবতী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে। আর তার আগে জগন্নাথদেবের আশীর্বাদ পেতে পুরীর মন্দিরে পৌঁছে গেলেন ভারতীয় দলের সদস্যরা।
শুক্রবারই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। বিরাট-পন্থ-গিলদের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। আর শনিবার সকালেই পুরীর শ্রীমন্দিরে পৌঁছে গেলেন বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। বিসিসিআইয়ের নির্দেশে সিরিজ চলাকালীন যাতায়াতের জন্য টিম ম্যানেজমেন্টের তরফে আলাদা করে গাড়ি পাবেন না ক্রিকেটাররা। তাই ট্যাক্সি নয়, জগন্নাথের আশীর্বাদ পেতে ই-অটোতেই সফর করলেন অক্ষররা। তারকাদের জন্য মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে পুরী পুলিশ।
জগন্নাথ দর্শন করে পুজো দেন ভারতীয় দলের তিন তারকা। মন্দির কর্তৃপক্ষের তরফে আশীর্বাদস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র ধ্বজা। মন্দির থেকে বেরিয়ে ওয়াশিংটন জানান, "খুব ভালোভাবে দর্শন হয়েছে। সকলকে ধন্যবাদ।"
এদিন সন্ধেয় বারাবতী স্টেডিয়ামে অনুশীলনে নামবেন রোহিত শর্মারা। হাঁটুতে চোটের জন্য গত ম্যাচে মাঠের বাইরে ছিলেন বিরাট কোহলি। তবে অনুরাগীদের স্বস্তি দিয়ে গিল জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডে-তে খেলবেন কোহলি। এদিন ভারত প্র্যাকটিসে নামলেও অবশ্য ইংল্যান্ড অনুশীলন করবে না বলেই খবর। ম্যাচের আগের সাংবাদিক বৈঠক থেকেও নিজেদের বিরত রাখছেন জো রুটরা।
