shono
Advertisement
Team India

বিরাট-রোহিতকে ছাড়াই ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়া! কী বললেন বোর্ড সচিব?

২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।
Published By: Prasenjit DuttaPosted: 04:41 PM May 07, 2025Updated: 04:41 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পর টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ড সফরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুও হবে এই সিরিজ থেকে। যদিও সিরিজটিতে বিরাট কোহলি, রোহিত শর্মা খেলবেন কিনা, তা নিয়ে চর্চা অব্যাহত। এই আবহে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সইকিয়া বলেন, "দু-সপ্তাহের মধ্যে ইংল্যান্ড সফরের দল নির্বাচিত হবে।" তবে আসন্ন সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা আদৌ দলে থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা নির্বাচকদের ব্যাপার।" বোর্ড সচিবের এমন উত্তরের পর নড়েচড়ে বসে ক্রিকেট মহল। বিশেষজ্ঞদের মতে, বিরাট-রোহিতের মতো মহাতারকারা দলে থাকবেন কিনা, এই ব্যাপারে বল নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সইকিয়া।

লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম আহামরি কিছু নয়। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান। ফর্ম এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ফের তাঁর হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা, সেটা নিয়ে বোর্ডের অন্দরে বিস্তর দ্বিমত ছিল। এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, রোহিত নিজেই নাকি ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু বিরাট কোহলিকে নিয়ে কোনও সংশয় ছিল না। যদিও সম্প্রতি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির এ+ গ্রেডে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তাই বিশেষজ্ঞরাদের ধারণা, দুই মহাতারকা ইংল্যান্ড সিরিজে থাকবেন।

বিসিসিআই ইংল্যান্ড সিরিজের আগে খুবই সিরিয়াস। জানা গিয়েছে, ২০ জুন টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি হিসেবে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ দল। ২৫ মে ইংল্যান্ড রওনা হওয়ার কথা তাদের। সূত্রের খবর, আইপিএলের পর বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে যোগ দেবেন। জুনের শুরুতে ইংল্যান্ড রওনা হওয়ার কথা টিম ইন্ডিয়ার। জুনের দ্বিতীয় সপ্তাহে নিজেদের মধ্যেই দল গড়ে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ভারত। যদিও তার আগে বিরাট-রোহিত নিয়ে মন্তব্য করতে চাইলেন না বোর্ড সচিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের পর টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ড সফরে।
  • যদিও সিরিজটিতে বিরাট কোহলি, রোহিত শর্মা খেলবেন কিনা, তা নিয়ে চর্চা অব্যাহত।
  • এই আবহে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া।
Advertisement