shono
Advertisement
India-South Africa Test

ইডেনজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, শুক্রবার থেকে যানচলাচলে নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ?

খোলা থাকবে কোন রাস্তা?
Published By: Prasenjit DuttaPosted: 07:59 PM Nov 12, 2025Updated: 08:16 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়। শুক্রবার থেকে ইডেনে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। তার আগে নিশ্ছিদ্র নিরাপত্তা ইডেনজুড়ে। দুই দলের হোটেল থেকে অনুশীলন যাতায়াতের নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ। ম্যাচের পাঁচ দিনই একই রকম নিরাপত্তা বজায় থাকবে। ম্যাচের আগে ট্রাফিক চলাচল নিয়ে নির্দেশিকাও জারি করেছে কলকাতা পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ম্যাচের দিন অর্থাৎ ১৪ থেকে ১৮ নভেম্বর যান চলাচল নিয়ন্ত্রণ করবে লালবাজার। ম্যাচের দিনগুলিতে সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ইডেন-সহ ময়দান এলাকায় বন্ধ থাকবে সমস্ত রকম পণ্যবাহী যানচলাচল। প্রশ্ন হল, পণ্যবাহী যানচলাচলের জন্য কোন রাস্তা খোলা থাকবে? পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড কিংবা স্ট্র্যান্ড রোড থেকে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার রাস্তা খোলা থাকবে।

১২ ঘণ্টা বন্ধ থাকবে ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণি। হাইকোর্টে যেতে গেলে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে যেতে হবে। খেলার পাঁচদিন রাস্তার ধারে গাড়ি পার্কিং করা যাবে না। দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগে আসা বাস বা মিনি বাস রাসমণি অ্যাভিনিউ দিয়ে নিয়ে যাওয়া হবে গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ, জওহরলাল নেহরু রোড দিয়ে যেতে হবে।

উত্তর কলকাতা থেকে আসা সমস্ত বাস, মিনিবাস সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বিবাদী বাদ, এসএন ব্যানার্জি রোড দিয়ে রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে যাবে। দক্ষিণ কলকাতা থেকে আসা ছোট গাড়ি বা বাইক চালকদের যাতায়াত করতে হবে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে। খোলা থাকবে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, রানি রাসমণি অ্যাভিনিউ। এখান দিয়ে উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা গাড়ি যাতায়াত করতে পারবে। অন্যদিকে, ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জিরাট ব্রিজ দিয়ে ঘোরানো হবে কলকাতা থেকে হাওড়াগামী বাস। জানা গিয়েছে, ম্যাচ ও ট্রাফিকের পরিস্থিতির অনুযায়ী নির্দেশিকায় বদল আসতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়।
  • শুক্রবার থেকে ইডেনে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট।
  • তার আগে নিশ্চিদ্র নিরাপত্তা ইডেন জুড়ে।
Advertisement