সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে 'মাথাব্যথা' ট্র্যাভিস হেড (Travis Head)। বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর দাপট চলছে। এবার আরও বড় দায়িত্ব চাপতে চলেছে তাঁর কাঁধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে নেতৃত্ব দিতে পারেন তিনি। বর্ডার গাভাসকর ট্রফিতে যদি ফলাফল ভারতের পক্ষে না যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ক্ষেত্রে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এমনিতেই সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় বাধা হেড। সেটা ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সিরিজেই বা রেহাই মিলছে কোথায়? অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেঞ্চুরি করে গেলেন তিনি। ৪ ইনিংস মিলিয়ে ৩৯২ রান হয়ে গিয়েছে হেডের। অজিদের আসন্ন শ্রীলঙ্কা সফরে তার পুরস্কার পেতে পারেন তিনি।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট খেলবে দুই দল। সেই সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকতে পারেন অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় সন্তান জন্মের জন্য এই সিরিজে তিনি খেলবেন না বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে নেতৃত্বে আসার সম্ভাবনা ট্র্যাভিস হেডের। অধিনায়কত্বের দৌড়ে আছেন স্টিভ স্মিথও। কিন্তু সূত্রের খবর, স্মিথ নন, শ্রীলঙ্কা সফরে হেডই নেতৃত্ব দিতে পারেন। স্মিথ ব্রিসবেনে সেঞ্চুরি করলেও সাম্প্রতিক সময়ে খুব একটা ধারাবাহিক নন। সেক্ষেত্রে ফর্মে থাকা ও স্মিথের থেকে কম বয়সি হেডকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে বলেই অনুমান।
বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। এই সিরিজের উপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক। ভারত যদি ২-১ ব্যবধানে জেতে, তাহলে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অন্তত চুনকাম এড়াতে হবে। যদি ভারত এই সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে, তাহলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সিরিজ জিততেই হবে। আর সেখানে নেতৃত্বে থাকার সম্ভাবনা ট্র্যাভিস হেডের। তবে মেলবোর্ন ও সিডনিতে জিতলেই সরাসরি WTC ফাইনালে চলে যাবে ভারত। সেক্ষেত্রে বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল হবে রোহিতদের পক্ষে ৩-১।